স্পোর্টস ডেস্ক : এর আগে কখনই বাংলাদেশ দলকে এমন অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়নি। করোনার মধ্যে নিউজিল্যান্ডে খেলতে গেছে বাংলাদেশ দল। সেখানে ৩টি ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ১৪ দিনের কোয়ারেন্টাইন। যার প্রথম ৭ দিন হোটেলবন্দি। নিজ নিজ কক্ষে কাটাতে হয়েছে ক্রিকেটারদের।
এই ৭ দিনে ৩ বার করোনা পরীক্ষা করোনা হয়েছে। স্বস্তির খবর, এই ৩ পরীক্ষায় ফল সবার নেগেটিভ। ফলে অনুশীলন নামার সুযোগ মিলেছে তামিম ইকবালদের। শুধু অনুশীলনই কী? হোটেলবন্দি জীবনের অবসানও হচ্ছে কিছুটা। শরীরচর্চা, অনুশীলন আর বিশুদ্ধ বাতাস, সবেমিলে তিন ধাপে সর্বমোট ৫ ঘণ্টা রুমের বাইরে থাকার সুযোগ মিলেছে ক্রিকেটারদের।
৩ বার করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় বুধবার (৩ মার্চ) থেকে জিম শুরু করেছেন টাইগাররা। ২০ জন ক্রিকেটার ৩ গ্রুপে ভাগ হয়ে ২ ঘণ্টা করে শরীরচর্চা করার সুযোগ পেয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাঠের অনুশীলন, একই নিয়মে চলবে এই অনুশীলন পর্ব।
এ প্রসঙ্গে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, এবার খেলোয়াড়দের মানসিক অবসাদ অনেকটাই কেটে যাবে। খেলার মধ্যে ঢুকে গেল তারা। দিনে অন্তত তিনবার বের হতে পারবে। এখন আর তেমন সমস্যা হবে না।
দেবাশীষ আরও বলেন, তৃতীয় করোনা পরীক্ষার ফলও সবার নেগেটিভ এসেছে। আমরা অনুশীলন ছাড়পত্র পেয়েছি। আজ (৩ মার্চ) থেকে তো জিম শুরু হলো। আগামীকাল (৪ মার্চ) অনুশীলন শুরু হবে। ৭ জনের দুইটি দল আর বাকি ৬ জনের একটি দল ২ ঘণ্টা করে জিম আর অনুশীলন করবে।
বিজনেস আওয়ার/০৩ মার্চ, ২০২১/এ