ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মিলন-মমর ‘আরাধ্য’

  • পোস্ট হয়েছে : ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • 42

বিনোদন ডেস্ক : বেশ সুখেই দিন কাটছিলো জারা-দীপু দম্পতির। স্বামী স্বল্পভাষী হলেও স্ত্রী তার বিপরীত, ভীষণ চঞ্চল, কথা বলতে ভালোবাসেন। একদিন জারা জানায়, তিনি মা হতে চলেছে। খুশিতে আত্মহারা হয়ে যায় দীপু। তবে খবরটি শোনার কিছুক্ষণের মধ্যেই পৃথিবী ওলটপালট হয়ে যায়।

দীপুর প্রথম স্ত্রী মৌ এক দুর্ঘটনায় গর্ভাবস্থায় প্রাণ হারায়। একের পর এক সেই দৃশ্যগুলো মনে পড়ে যায় তার। জারা জানে সে কথা। তবে স্বামীকে সেসব স্মৃতি থেকে দূরে রাখার সর্বাত্মক চেষ্টা থাকে তার। দীপু চায়নি দ্বিতীয়বার ঘর বাঁধতে। ঘটনাক্রমে জারাকে বিয়ে করতে হয়েছিল তার। স্বামীর প্রথম স্ত্রীর এতো কথা জারাকে অসুস্থ করে দেয়। একা থাকলে তিনি মৌকে দেখতে পান, কথা বলেন!

এমন গল্পে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘আরাধ্য’। রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সজিব চিশতি। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, সেঁজুতি খন্দকারসহ আরও অনেকে। বুধবার (৩ মার্চ) রাত ৮টায় আরটিভিতে ‘আরাধ্য’ নাটকটি প্রচার হবে।

বিজনেস আওয়ার/০৩ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মিলন-মমর ‘আরাধ্য’

পোস্ট হয়েছে : ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১

বিনোদন ডেস্ক : বেশ সুখেই দিন কাটছিলো জারা-দীপু দম্পতির। স্বামী স্বল্পভাষী হলেও স্ত্রী তার বিপরীত, ভীষণ চঞ্চল, কথা বলতে ভালোবাসেন। একদিন জারা জানায়, তিনি মা হতে চলেছে। খুশিতে আত্মহারা হয়ে যায় দীপু। তবে খবরটি শোনার কিছুক্ষণের মধ্যেই পৃথিবী ওলটপালট হয়ে যায়।

দীপুর প্রথম স্ত্রী মৌ এক দুর্ঘটনায় গর্ভাবস্থায় প্রাণ হারায়। একের পর এক সেই দৃশ্যগুলো মনে পড়ে যায় তার। জারা জানে সে কথা। তবে স্বামীকে সেসব স্মৃতি থেকে দূরে রাখার সর্বাত্মক চেষ্টা থাকে তার। দীপু চায়নি দ্বিতীয়বার ঘর বাঁধতে। ঘটনাক্রমে জারাকে বিয়ে করতে হয়েছিল তার। স্বামীর প্রথম স্ত্রীর এতো কথা জারাকে অসুস্থ করে দেয়। একা থাকলে তিনি মৌকে দেখতে পান, কথা বলেন!

এমন গল্পে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘আরাধ্য’। রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সজিব চিশতি। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, সেঁজুতি খন্দকারসহ আরও অনেকে। বুধবার (৩ মার্চ) রাত ৮টায় আরটিভিতে ‘আরাধ্য’ নাটকটি প্রচার হবে।

বিজনেস আওয়ার/০৩ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: