স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছয় ছক্কা মারার রেকর্ড গড়লেন বিগ হিটার কাইরন পোলার্ড। যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ছয় বলে ছ’টি ছক্কা মারার রেকর্ড গড়লেন তিনি।
কুলিজ গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে এমন অনবদ্য কীর্তি গড়েন পোলার্ড। ইনিংসের ষষ্ঠ ওভারে আকিলা ধনঞ্জয়ার ছ’টি বলই গ্যালারিতে ফেলেন তিনি।
দনাঞ্জয়ার প্রথম বলটা লং অন দিয়ে, দ্বিতীয় বলটা বোলারের মাথার ওপর দিয়ে, তৃতীয় ও চতুর্থ বলে লং অন আর মিড উইকেটের ওপর দিয়ে, পঞ্চম বলটা বোলারের মাথার ওপর দিয়ে, আর শেষ বলটা মিড উইকেটের ওপর দিয়ে সীমানাছাড়া করেন পোলার্ড।
এর আগে যুবরাজ ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০৭ টি-২০ বিশ্বকাপের ম্যাচে স্টুয়ার্ট ব্রডকে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন পোলার্ড। পোলার্ড তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বলে ছ’টি ছক্কা মারান নজির গড়েন।
যুবরাজ ও পোলার্ড ছাড়া এমন কৃতিত্ব রয়েছে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবসের দখলে। ২০০৭ ওয়ান ডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের ডান ভ্যান বাঙ্গের এক ওভারে ৬টি ছক্কা মারেন গিবস।
বিজনেস আওয়ার/০৪ মার্চ, ২০২১/এ