ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আরেকটি যুদ্ধ দরকার : আমান

  • পোস্ট হয়েছে : ১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • 65

বিজনেস আওয়ার প্রতিবেদক : গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আরেকটি যুদ্ধ দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। বৃহস্পতিবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমান বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ক্ষমতা থেকে শেখ হাসিনাকে সরানোর জন্য আরেকটি যুদ্ধ দরকার। সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। সরকারের পায়ের নিচের মাটি নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। তাকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না।

তিনি আরও বলেন, এই সরকার বিএনপিকে ভয় পায়। শেখ হাসিনা তার মামলা প্রত্যাহার করেছে। কিন্তু বিএনপি চেয়ারপারসনসহ দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হয়নি। তারা সংসদ অকার্যকর করে গৃহপালিত বিরোধীদল বানিয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নয়ন, কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আল মামুন প্রমুখ।

বিজনেস আওয়ার/০৪ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আরেকটি যুদ্ধ দরকার : আমান

পোস্ট হয়েছে : ১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আরেকটি যুদ্ধ দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। বৃহস্পতিবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমান বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ক্ষমতা থেকে শেখ হাসিনাকে সরানোর জন্য আরেকটি যুদ্ধ দরকার। সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। সরকারের পায়ের নিচের মাটি নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। তাকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না।

তিনি আরও বলেন, এই সরকার বিএনপিকে ভয় পায়। শেখ হাসিনা তার মামলা প্রত্যাহার করেছে। কিন্তু বিএনপি চেয়ারপারসনসহ দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হয়নি। তারা সংসদ অকার্যকর করে গৃহপালিত বিরোধীদল বানিয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নয়ন, কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আল মামুন প্রমুখ।

বিজনেস আওয়ার/০৪ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: