স্পোর্টস ডেস্ক : ভারতে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টিতে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের সাবেকরা। শুক্রবার রাতে ভারত লেজেন্ডসের জয় পেয়েছে ১০ উইকেটে।
বাংলাদেশের ১০৯ রান তাড়ায় ভারত জিতে যায় ১০.১ ওভারেই। শেওয়াগ ৩৫ বলে ১০ চার ও ৫ ছক্কায় ৮০ রানে অপরাজিত ছিলেন। উইকেটের অপরপ্রান্তে আরেক কিংবদন্তি শচিন টেন্ডুলকার অপরাজিত থাকেন ২৬ বলে ৩৩ রান করে।
টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’তে কোনো উইকেট না হারিয়েই দলীয় রান ৫০ ছুঁয়ে ফেলে টাইগাররা। উদ্বোধনী জুটিতে আসে ৫৯ রান, তাতে নাজিমউদ্দিনেরই অবদান ৪৩।
আরেক ওপেনার জাভেদ ওমর বেলিম তার খেলোয়াড়ী দিনগুলির মতোই ১২ রান করে আউট হন ১৯ বলে। এরপর বাকিরা যেন কেবল আশা যাওয়ার মিছিলেই ছিল। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ দল।
জবাবে ব্যাট করতে নেমে ১০.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই ১১৪ রান তুলে ফেলে ভারত। আর তাতেই ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। দানবীয় ব্যাটিংয়ের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন শেওয়াগ।
বিজনেস আওয়ার/০৬ মার্চ, ২০২১/এ