1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
এবারের আইপিএলে সবচেয়ে তরুণ দল রাজস্থান
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

এবারের আইপিএলে সবচেয়ে তরুণ দল রাজস্থান

  • পোস্ট হয়েছে : শনিবার, ৬ মার্চ, ২০২১
print sharing button

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজ ছাড়াও নিলাম থেকে আরও সাত বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এর মধ্যে রয়েছেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দাম দিয়ে (১৬ কোটি ২৫ লাখ রুপি) কেনা ক্রিস মরিসও।

সবমিলিয়ে রাজস্থানের ২৪ জনের স্কোয়াডে অধিনায়ক ২৬ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান সানজু স্যামসন। দলটিই গড় বয়সের দিক থেকে টুর্নামেন্টের সবচেয়ে তরুণ দল। রাজস্থানের ২৪ খেলোয়াড়ের গড় বয়স মাত্র ২৫। যা বাকি ৭ দলের চেয়ে কম।

ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট তাদের এক প্রতিবেদনে আসন্ন আইপিএলের আট দলের গড় বয়স নির্ণয় করেছে। যেখানে সবচেয়ে বেশি ৩০ গড় নিয়ে টুর্নামেন্টের ‘প্রবীণতম’ দল চেন্নাই সুপার কিংস। আর সবচেয়ে কম ২৫ গড় বয়স নিয়ে তরুণতম দল রাজস্থান রয়্যালস।

অবশ্য রাজস্থানের গড় বয়স এত কম হওয়াই স্বাভাবিক। কেননা তাদের স্কোয়াডে রয়েছেন সানজু স্যামসন, অনুজ রাওয়াত, মহিপাল লমরোর, মায়াঙ্ক মারকান্দে, রাহুল তেওয়াতিয়া, শ্রেয়াস গোপাল, লিয়াম লিভিংস্টোন, মোস্তাফিজুর রহমানদের মতো খেলোয়াড়। যাদের বয়স ২৪-২৫ এর ঘরে।

এছাড়া এবারের আসরে রাজস্থানের হয়ে খেলবেন রিয়ান পরাজগ, যশবি জাসওয়াল, কার্তিক ত্যাগি, আকাশ সিং, কুলদ্বীপ যাদবরা। যাদের বয়স এখনও ২০-২১ এর ঘরে।

রাজস্থান স্কোয়াড:
সানজু স্যামসন, অ্যান্ড্রু টাই, অনুজ রাওয়াত, বেন স্টোকস, ডেভিড মিলার, জয়দেব উনাদকাত, জোফরা আর্চার, জস বাটলার, কার্তিক ত্যাগী, মহিপাল লমরোর, মানান ভোহরা, মায়াঙ্ক মারকান্দে, রাহুল তেওয়াতিয়া, রিয়ান পরাগ, শ্রেয়াস গোপাল, যশবি জাসওয়াল, শিভাম দুবে, ক্রিস মরিস, মোস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কেসি ক্যারিয়াপ্পা, লিয়াম লিভিংস্টোন, কুলদ্বীপ যাদব এবং আকাশ সিং।

বিজনেস আওয়ার/০৬ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ