বিনোদন ডেস্ক : দেশের ইতিহাসে প্রথম থ্রিডি সিনেমা হতে যাচ্ছে জয়া আহসানের ‘অলাতচক্র’। মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে মুক্তি পেতে চলেছে সরকারি অনুদানের এই ছবি। জয়া নিজেই সেই খবর নিশ্চিত করেছেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়েই লেখা আহমদ ছফার বিখ্যাত উপন্যাস ‘অলাতচক্র’। ১৯৮৫ সালে প্রথম প্রকাশিত হয় উপন্যাসটি। এরপর সাড়া ফেলে সাহিত্য অনুরাগীদের মনে। সেই বিখ্যাত উপন্যাস থেকেই থ্রিডিতে তৈরি হয়েছে ‘অলাতচক্র’।
ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেতা গাজী মাহতাব হাসান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই। অতিথি শিল্পী হিসেবে দেখা দেবেন ‘খাঁচা’র চলচ্চিত্র নির্মাতা আকরাম খান।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসবে এই ছবিটি।এ ছবিটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান। ছবির থ্রিডি চিত্রগ্রহণে ছিল মুম্বাইয়ের ‘স্কাই ওয়ার্ক স্টুডিও’।
বিজনেস আওয়ার/০৭ মার্চ, ২০২১/এ