বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলসের আর্থিক হিসাবে আপত্তি জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই আপত্তি জানিয়েছেন।
নিরীক্ষক জানিয়েছেন, আর্থিক হিসাবে দেখানো স্থায়ী সম্পদের দর ও বাজার দরের মধ্যে যেনো উল্লেখযোগ্য পার্থক্য বা ব্যবধান না হয়, সেকারনে পূণ:মূল্যায়ন (রিভ্যালুয়েশন) করতে হয়। কিন্তু মোজাফ্ফর হোসাইন কর্তৃপক্ষ ২০১১ সাল থেকে পূণমূল্যায়ন করেনি।
উল্লেখ্য, ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মোজাফ্ফর হোসাইনের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০০ কোটি ৯৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬০.৩৯ শতাংশ। কোম্পানিটির রবিবার (০৭ মার্চ) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ১৪.১০ টাকায়।
বিজনেস আওয়ার/০৮ মার্চ, ২০২১/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: