স্পোর্টস ডেস্ক : হার কী সেটি যেন ভুলেই গিয়েছিল ম্যানচেস্টার সিটি। লিগে টানা ১৫ আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ জিতে রীতিমত হাওয়ায় উড়ছিল পেপ গার্দিওলার দল।
উড়তে থাকা এই সিটিকে মাটিতে নামালো তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিহাদ স্টেডিয়ামে রোববার তারা ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে।
এই জয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ফিরে উলে গুনার সুলশারের দল। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৫৪, সমান ম্যাচে ম্যানচেস্টার সিটি এগিয়ে ১১ পয়েন্ট।
রোববার রাতে ঘরের মাঠে শুরুতেই ধাক্কা খায় সিটি। অঁতনি মার্সিয়াল ফাউলের শিকার হলে ৩৩ সেকেন্ডের মাথায় পেনাল্টি পায় ইউনাইটেড। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ব্রুনো ফের্নান্দেস।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক গোল তুলে নেয় ইউনাইটেড। ম্যাচের ৫০ মিনিটে ব্যবধান ২-০ করেন লুক শ। এরপর অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি সিটি। শেষ পর্যন্ত জয় ভুলে হারের স্বাদ নিতেই হয় গার্দিওলার দলকে।
বিজনেস আওয়ার/০৮ মার্চ, ২০২১/এ