স্পোর্টস ডেস্ক : ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের মাঠে টানা ছয় ম্যাচে হারের কবলে পড়েছে দলটি। যার শেষটি এসেছে অবনমন অঞ্চলের দল ফুলহ্যামের বিপক্ষে, অল রেডরা হেরেছে ১-০ গোলে।
নিজেদের মাঠে বার্নলি, ব্রাইটন, ম্যানচেস্টার সিটি, এভারটন আর চেলসির কাছে হেরে এ ম্যাচে পা রেখেছিল দলটি। প্রতিপক্ষ দল ফুলহ্যাম ছিল বলেই হয়তো খরা কাটানোর আশা ছিল ক্লপের দলের।
ইতিহাসও কথা বলছিল লিভারপুলের পক্ষে। ফুলহ্যামের বিপক্ষে নিজেদের মাঠে ২৩ টি ম্যাচের একটিতে হেরেছিল দল, সেটাও সেই ২০১২ সালে কেনি ডালগ্লিশের অধীনে।
আর প্রিমিয়ার লিগ শিরোপাধারী দলের মাঠে ২৬ ম্যাচ খেলে তাদের জয়ের কীর্তিও কেবল দুটো, ১৯৬৩ সালে ইপসউইচ টাউনের বিপক্ষে প্রথমবার, শেষটা এসেছিল ২০০৩ সালে ম্যান ইউনাইটেডের বিপক্ষে।
তবে খেলাটা তো দিনশেষে হয় মাঠেই। সে লড়াইয়েই হেরে বসল লিভারপুল। ৪৫ মিনিটে মারিও লেমিনার গোলটিই গড়ে দেয় ম্যাচের ফলাফল। তাতে ঘরের মাঠে টানা ষষ্ঠ হারের কবলে পড়ে দলটি।
গেল মৌসুমেই দলটা শিরোপা জিতেছিল ১৮ পয়েন্টের ব্যবধানে। এই অ্যানফিল্ডেই টানা ৬৮টি লিগ ম্যাচ হারেনি অল রেডরা! সেসবকে যেন এখন সুদূর অতীত বলেই মনে হয়।
সর্বশেষ হারের পর ২৮ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৩ পয়েন্ট। নেমে গেছে টেবিলের অষ্টম অবস্থানে। এভাবে চলতে থাকলে চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই, আগামী মৌসুমে ইউরোপার নাগালও পাবে না ক্লপের দল।
বিজনেস আওয়ার/০৮ মার্চ, ২০২১/এ