বিনোদন ডেস্ক : দেশজুড়ে চলছিল করোনা মহামারীর আতঙ্ক। দীর্ঘ লকডাউনে আমরা এক শ্রেণীর মানুষ ঘরের মধ্যে নিরাপদে শুধু ছোঁয়া থেকে গা বাঁচাচ্ছিলাম। তখন কী করছিল শহরের নিষিদ্ধপল্লীর মেয়েরা? ছোঁয়াই যাদের পেটের চিন্তা মেটায়… আমরা অনেক আর্তদের কথা ভেবেছি কিন্তু এদের কথা কী ভেবেছি?
মহামারীর কালে যাদের জীবন থমকে যায়, উপাজর্ন নেমে আসে শূন্যের কোঠায়, ক্ষুধার কষ্টে যারা দিনতিপাত করেন তাদের গল্প সেলুলয়েডের ফিতায় বন্দি করেছে সিনেমা ফর আ কজ (CFAC)। করোনায় নিষিদ্ধপল্লীর এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘মুদ্রা’। শর্ট ফিল্মটি আগামী ১৪ মার্চ রাত ৯টায় (ভারতীয় সময়) সিনেমা ফর আ কজ-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
ছবিটির নির্দেশক অভিষেক গাঙ্গুলি। গল্প ও স্ক্রিপ্ট লিখেছেন তরুণ কবি তানিয়া চক্রবর্তী। তিনজন নারীর চরিত্রের নেপথ্য কাহিনী নিয়ে ‘মুদ্রা’ বানানো হয়েছে। এই তিন নারীর ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা বণিক বিশ্বাস, সঞ্চিতা সজ্জন, সম্প্রীতি সেন। ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন অভিলাষা।
বিজনেস আওয়ার/০৮ মার্চ, ২০২১/এ