ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এভারটনকে হারিয়ে প্রতিশোধ নিলো চেলসি

  • পোস্ট হয়েছে : ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • 38

স্পোর্টস ডেস্ক : গেলো ডিসেম্বরে দু’দলের প্রথম দেখায় গুডিসন পার্কে ১-০ ব্যবধানে হেরেছিল ব্লুজরা। এবার ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে এভারটনকে ২-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো চেলসি।

ম্যাচের ৩১ মিনিটে বাঁ প্রান্ত থেকে মার্কোস আলনসোর ক্রসে ফ্লিক করেন কাই হ্যাভার্টজ। সেটা প্রতিপক্ষ ডিফেন্ডার বেন গডফ্রের পা ছুঁয়ে জড়ায় সফরকারীদের জালে।

বিরতির আগে সমতা ফেরানোর চেষ্টা করেছিল সফরকারীরাও। কিন্তু বক্সের বাইরে থেকে করা আন্দ্রে গোমেজের শট রুখে দিয়ে এভারটনকে গোলবঞ্চিত রাখেন এদুয়ার্দ মন্ডি। ফলে চেলসি বিরতিতে যায় ১-০ গোলে এগিয়ে থেকে।

৬৫ মিনিটে হ্যাভার্টজ প্রতিপক্ষ বিপদসীমায় ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে গোল করে চেলসিকে ২-০ গোলে এগিয়ে দেন জর্জিনিও।

এর কিছু আগে অবশ্য আরো একবার প্রতিপক্ষ জালে বল জড়িয়েছিল ব্লুজরা। কিন্তু ক্যালম হাডসন-অডইয়ের ক্রস নিয়ন্ত্রনে নেওয়ার সময় বল লাগে হাতে, তাই হ্যাভার্টজের চেষ্টাটা ফল পায়নি কোনো।

ম্যাচের শেষদিকে অবশ্য দারুণ কিছু সুযোগ সৃষ্টি করেছিল চেলসি। কিন্তু গোলরক্ষক পিকফোর্ডের দৃঢ়তায় আর কোনো গোল হজম করেনি এভারটন। ফলে ছয়বারের চ্যাম্পিয়ন চেলসিকে সন্তুষ্ট থাকতে হয় ২-০ গোলের জয় নিয়ে।

এই জয়ের ফলে ২৮ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার চারে নিজেদের জায়গা ধরে রেখেছে চেলসি। তিনে থাকা লেস্টারের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে আছে তারা। এভারটন ম্যাচ একটা কম খেলেছে, ৪৬ পয়েন্ট নিয়ে আছে ঠিক চেলসির পরেই।

বিজনেস আওয়ার/০৯ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এভারটনকে হারিয়ে প্রতিশোধ নিলো চেলসি

পোস্ট হয়েছে : ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক : গেলো ডিসেম্বরে দু’দলের প্রথম দেখায় গুডিসন পার্কে ১-০ ব্যবধানে হেরেছিল ব্লুজরা। এবার ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে এভারটনকে ২-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো চেলসি।

ম্যাচের ৩১ মিনিটে বাঁ প্রান্ত থেকে মার্কোস আলনসোর ক্রসে ফ্লিক করেন কাই হ্যাভার্টজ। সেটা প্রতিপক্ষ ডিফেন্ডার বেন গডফ্রের পা ছুঁয়ে জড়ায় সফরকারীদের জালে।

বিরতির আগে সমতা ফেরানোর চেষ্টা করেছিল সফরকারীরাও। কিন্তু বক্সের বাইরে থেকে করা আন্দ্রে গোমেজের শট রুখে দিয়ে এভারটনকে গোলবঞ্চিত রাখেন এদুয়ার্দ মন্ডি। ফলে চেলসি বিরতিতে যায় ১-০ গোলে এগিয়ে থেকে।

৬৫ মিনিটে হ্যাভার্টজ প্রতিপক্ষ বিপদসীমায় ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে গোল করে চেলসিকে ২-০ গোলে এগিয়ে দেন জর্জিনিও।

এর কিছু আগে অবশ্য আরো একবার প্রতিপক্ষ জালে বল জড়িয়েছিল ব্লুজরা। কিন্তু ক্যালম হাডসন-অডইয়ের ক্রস নিয়ন্ত্রনে নেওয়ার সময় বল লাগে হাতে, তাই হ্যাভার্টজের চেষ্টাটা ফল পায়নি কোনো।

ম্যাচের শেষদিকে অবশ্য দারুণ কিছু সুযোগ সৃষ্টি করেছিল চেলসি। কিন্তু গোলরক্ষক পিকফোর্ডের দৃঢ়তায় আর কোনো গোল হজম করেনি এভারটন। ফলে ছয়বারের চ্যাম্পিয়ন চেলসিকে সন্তুষ্ট থাকতে হয় ২-০ গোলের জয় নিয়ে।

এই জয়ের ফলে ২৮ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার চারে নিজেদের জায়গা ধরে রেখেছে চেলসি। তিনে থাকা লেস্টারের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে আছে তারা। এভারটন ম্যাচ একটা কম খেলেছে, ৪৬ পয়েন্ট নিয়ে আছে ঠিক চেলসির পরেই।

বিজনেস আওয়ার/০৯ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: