স্পোর্টস ডেস্ক : টানা দুই সপ্তাহের কোয়ারেন্টাইন, এরপর চারটি করোনা টেস্ট, যার প্রথমটি ছিল নিউজিল্যান্ডে পা রাখার প্রথম দিনই। দ্বিতীয়টি ছিল তৃতীয় দিন। আর ষষ্ঠ দিন হয়েছে তিন নম্বর কোভিড-১৯ টেস্ট। তিনবারই টিম বাংলাদেশের ক্রিকেটার, কোচিং-সাপোর্টিং স্টাফ আর অফিসিয়ালস সবাই নেগেটিভ ছিলেন।
তাই সপ্তম দিন থেকে জিম আর অষ্টম দিন থেকে ৭ জনের দলে ভাগ হয়ে গুচ্ছ অনুশীলনের সুযোগ মিলেছে। বাকি ছিল চতুর্থ ও শেষ টেস্ট। সেটায় সবাই নেগেটিভ হলেই ১০ মার্চ থেকে পুরো জাতীয় দলের বহর মুক্ত বিহঙ্গ।
সমর্থকসহ সংশ্লিষ্ট সবার অধীর আগ্রহ, কী খবর ক্রাইস্টচার্চের? টাইগার ক্রিকেটারদের শেষ করোনা টেস্ট কি হয়েছে? তার ফল কী? সবাই নেগেটিভ? পুরো দল মুক্ত হবে কবে কখন? ভক্ত-সমর্থকদের সে কৌতূহলের জবাবে আছে সুখবর, ক্রাইস্টচার্চে তামিম ইকবাল, মুশফিকুর রহীমরা সবাই সুস্থ আছেন।
স্থানীয় সময় সোমবার (৮ মার্চ) করোনার চতুর্থ টেস্ট হয়ে গেছে। তার রিপোর্টও মিলেছে। পুরো বহরের সবাই নেগেটিভ। তাই আর কোন সমস্যা নেই। মাত্র ২৪ ঘন্টা পর ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে পুরো দল একসঙ্গে চলাফেরা করতে পারবে। আগামীকাল (১০ মার্চ) ক্রাইস্টচার্চ সময় সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে কুইন্সটাউন যাত্রা করবে টিম বাংলাদেশ।
এ খবর নিশ্চিত করে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, এখানের খবর ভাল। সবাই সুস্থ আছে। আমাদের চতুর্থ কোভিড-১৯ টেস্ট হয়ে গেছে গতকাল। সেটায়ও সবাই নেগেটিভ। আর কোন সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যায় কুইন্সটাউনের উদ্দেশ্যে যাত্রা করব।
বিজনেস আওয়ার/০৯ মার্চ, ২০২১/এ