বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধের টিকা নেওয়ার ২৬ দিন পর আবারও করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত ৬ মার্চ ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হন। তিনি চিকিৎসাধীন আছেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার একই হাসপাতাল থেকে করোনার টিকা নেন।
উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে ডিএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন শফিকুল ইসলাম। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার নওদাবন্ড বিল দোয়ারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্ম নেন। তার বাবার নাম মো. শওকত আলী ও মায়ের নাম বেগম সুফিয়া খাতুন।
বিজনেস আওয়ার/১০ মার্চ, ২০২১/এ