স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছিল বরুশিয়া ডর্টমুন্ড। ফিরতি লেগে মঙ্গলবার রাতে সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ডর্টমুন্ড। ফলে দুই লেগ মিলিয়ে মোট গোল গড়ের ব্যবধান ৫-৪ হওয়ার কারণে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেলো বরুশিয়া ডর্টমুন্ডেরই।
বুধবার রাতে নরওয়ের তারকা ফুটবলার আরলিং হালান্ডের অসাধারণ নৈপূন্যেই মূলতঃ শেষ আট নিশ্চিত হয়েছে ডর্টমুন্ডের। জোড়া গোল করেছেন তিনি। অন্যদিকে সেভিয়ার হয়েও জোড়া গোল করেন ইউসেফ আন-নাসেরি। এদিকে চার বছর পর এই প্রথম শেষ ষোল’র গণ্ডি পার হতে পারলো বরুশিয়া ডর্টমুন্ড।
ম্যাচের ৩৫তম মিনিটে মার্কো রেউসের পাস থেকে বল পেয়ে দুর্দান্ত এক শটে সেভিয়ার জালে বল জড়ান হালান্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে, ৫৪ মিনিটের সময় পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন তিনি।
৬৮ মিনিটে সেভিয়ার হয়ে ইউসেফ আন-নাসেরি পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। নির্ধারিত সময় শেষ হওয়ার পর, যোগ করা সময়ে (৯০+৬ মিনিটে) গোল করে সেভিয়াকে সমতায় ফেরান সেই নাসেরি। এরপরই ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি।
বিজনেস আওয়ার/১০ মার্চ, ২০২১/এ