বিনোদন ডেস্ক : নায়িকা হিসেবে অভিষিক্ত হতে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘির প্রথম ছবি ‘তুমি আছো তুমি নেই’- এর পোস্টার ও ট্রেলার দিয়ে কঠিন সমালোচনার মুখে পড়েছেন। ট্রেলার দেখে সময় নষ্ট হয়েছে দাবি করে দর্শকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দীঘির কাছে ইন্টারনেট কেনার টাকাও ফেরত চেয়েছেন!
দর্শকদের এমন প্রতিক্রিয়ার সঙ্গে তাল মিলিয়েছেন দীঘিও! ‘তুমি আছো তুমি নেই’ ছবিতে অভিনয় করাটা ‘ভুল’ বলে মনে করছেন তিনি। এমনকি ছবিটি নিয়ে আর কোনও প্রত্যাশা নেই বলেও মনে করেন এই নায়িকা।
দীঘির এমন বক্তব্যের পর তার সমালোচনা করলেন হিরো আলম। দাঁড়ালেন ছবির নির্মাতা ও প্রযোজকের পাশে। দিলেন কড়া ভিডিও বার্তা। যেখানে এক হাত নিয়েছেন দীঘি ও সমালোচকদের। দর্শকদের হিরো আলম বললেন, আগে ছবি দেখতে তারপর সমালোচনা করতে।
ছবিটি নিয়ে হিরো আলম বলেন, একজন প্রডিউসার খুব আশা নিয়ে সিনেমাটা বানায়। তার কাছে ছবি একটা সন্তানের মতো। এই সিনেমার পোস্টার ও ট্রেলার নিয়ে অনেকেই লেখালেখি করছেন, সমালোচনা করছেন। আপনারা অনেকেই জানেন, চেহারা দিয়ে অনেক কিছু হয় না। মানুষের ভেতরে ঢোকা লাগে। না ঢুকলে তাকে কেউ চিনতে পারে না। তাই অবশ্যই সিনেমা না দেখে তার ট্রেলার দেখে পুরোটা বুঝতে পারবেন না।
এরপর নিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই যে আমার চেহারা খারাপ, কথা বলতে পারি না, সমালোচনা করে কি আমাকে থামাতে পেরেছেন? আমি সিনেমা বানাতে চেয়েছি, বানিয়ে মুক্তি দিয়েছি। রোজার ঈদে আসছে আমার দ্বিতীয় ছবি ‘টোকাই’।
এদিকে, ‘তুমি আছো তুমি নেই’ ছবিটি নবাগতা দীঘির জন্যও অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন হিরো আলম। আবার সমালোচনাও করেন তার।
তার ভাষ্য, এ ছবির মাধ্যমে দীঘি প্রথমবারের মতো নায়িকা হিসেবে এসেছেন। কাছের মানুষ (দীঘি) যদি আঘাত দেয় এরচেয়ে দুঃখ আর নাই। আপনারা সবাই জানেন স্বপ্ন দেখানো সহজ, বাস্তব করা অনেক কঠিন। এ ছবিটি পরিচালনা করেছেন গুণী পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু স্যার। তার সব ছবি হিট। আপনারা হলে যান, ছবি দেখুন; তারপর সমালোচনা করুন।
বিজনেস আওয়ার/১০ মার্চ, ২০২১/এ