স্পোর্টস ডেস্ক : ভারতে চলছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। যেখানে মাঠ মাতাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটাররা। চলছে লিজেন্ডদের লড়াই। সিরিজে মোহাম্মদ রফিকের নেতৃত্বে লাল-সবুজের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন পাইলট, জাভেদ ওমর ও নাজিমউদ্দিনরা।
এরই মাঝে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম উল হকের একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকে নিয়ে উপহাস করতে দেখা গেছে তাকে।
ইনজামাম বলেন, একটি ইনিংসে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ। তিনি সাধারণ মানের মিডিয়াম পেসার ছিলেন। তিনি আমাকে বল করলেন। আমি তা উঁচু করে মেরে (অঙ্গভঙ্গি করে দেখিয়ে) গালিতে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যাই।
আউট হওয়ার পরে আমি চিন্তা করতে থাকি, খালেদ মাহমুদের বলে যদি এভাবে আমি আউট হয়ে যাই তবে এটাই হয়ত আল্লাহ আমাকে ইঙ্গিত দিয়ে জানালেন যে, ক্রিকেটে আমার ক্যারিয়ার শেষ। আমাকে দিয়ে আর এ খেলা হচ্ছে না।
ইনজামামের এই বক্তব্য কবের তা নিশ্চিত হওয়া যায়নি। সুজনকে নিয়ে ইনজামামের এমন ব্যাঙ্গাত্মক বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই বলছেন, ইনজামামের মতো কিংবদন্তি ক্রিকেটারের মুখে অন্যদেশের ক্রিকেটারকে অসম্মান করে কথা বলা মানায় না।
বিজনেস আওয়ার/১০ মার্চ, ২০২১/এ