বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২০ সালের ব্যবসায় ১৬৪ কোটি ৪৬ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া এরমধ্যে ১টি কোম্পানি ৪ কোটি ৯০ লাখ বোনাস শেয়ার ঘোষণা করেছে।
বুধবার (১০ মার্চ) কোম্পানিগুলোর পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যা বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।
লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই ব্যাংকটি থেকে ৭ শতাংশ হারে ৬৮ কোটি ৬১ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। এছাড়াও ৫ শতাংশ বোনাস হিসেবে ৪ কোটি ৯০ লাখ ৪ হাজার ৬১৭টি শেয়ার দেওয়া হবে।
নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশের পরিমাণ তুলে ধরা হল-
কোম্পানির নাম | লভ্যাংশের হার | নগদ লভ্যাংশের পরিমাণ | বোনাস শেয়ারের পরিমাণ |
শাহজালাল ইসলামী ব্যাংক | ৭% নগদ ও ৫% বোনাস | ৬৮.৬১ কোটি | ৪৯০০৪৬১৭টি |
লংকাবাংলা ফাইন্যান্স | ১২% নগদ | ৬৪.৬৬ কোটি | |
রিল্যায়েন্স ইন্স্যুরেন্স | ২৫% নগদ | ২৬.২৯ কোটি | |
ইউনাইটেড ইন্স্যুরেন্স | ১১% নগদ | ৪.৯০ কোটি | |
মোট | . | ১৬৪.৪৬ কোটি | ৪৯০০৪৬১৭টি |
বিজনেস আওয়ার/১১ মার্চ, ২০২১/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: