বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২২টির বা ৩৫.১৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় লুব-রেফের। এদিন শেয়ার দর বেড়ে ১৩.৫০ টাকা বেড়ে ৪০.৫০ টাকায় এবং তৃতীয় দিন ২০.২০ টাকা বেড়ে ৬০.৭০ টাকায় দাঁড়ায়। তবে তৃতীয় দিনই কোম্পানিটির শেয়ারে পতন হয়েছে। এদিন কোম্পাানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৪.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৯.৮৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে লুব-রেফ ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বার্জার পেইন্টসের ৬.২৪ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.১৫ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৫.১২ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৫.০৮ শতাংশ, জুট স্পিনার্সের ৪.৩২ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৩.৮২ শতাংশ, রবি আজিয়াটার ৩.৭৬ শতাংশ, পাওয়ার গ্রীডের ৩.৪২ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৪১ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/১১ মার্চ, ২০২১/এস