স্পোর্টস ডেস্ক : পরাজয়ের বৃত্ত ভাঙতে পারল না বাংলাদেশ লিজেন্ডস। ভারতে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে এবার মোহাম্মদ রফিকরা ৫ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের বিপক্ষে। বাংলাদেশের করা ১৬৯ রানের জবাব দিতে নেমে ৭ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে জয় তুলে নেয় উইন্ডিজ।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজের দুই ওপেনার উইলিয়াম পারকিন্স (২২) ও রিডলি জ্যাকবস (৩৪)। পারকিন্সকে ফিরিয়ে ২৯ রানের এই জুটি ভাঙেন মুশফিকুর রহমান। জ্যাকব সাজঘরে ফেরেন রানআউট হয়ে। এরপর ডোয়াইন স্মিথকে (১০) বোল্ড করেন আব্দুর রাজ্জাক।
এরপর ক্যারিবিয়ানদের জয়ের কাজটা সহজ করে দেন কার্ক অ্যাডওয়ার্ডস। তাকে সঙ্গ দেন অধিনায়ক ব্রায়ান লারা। উইন্ডিজ ব্যাটিং কিংবদন্তি ৩১ রানে অপরাজিত ছিলেন। অ্যাডওয়ার্ডসকে নিজের দ্বিতীয় শিকার বানান রাজ্জাক। টিনো বেস্টকে (৫) বোল্ড করেন রফিক। শেষদিকে লারা ও মহেন্দ্র নাগামুতোর (১৬) ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে উইন্ডিজ।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় বোলারদের ওপর শুরু থেকে চওড়া হোন বাংলাদেশের দুই ওপেনার নাজিমউদ্দীন ও অপি। ওপেনিং জুটিতেই তারা স্কোরবোর্ডে ৬৪ রান জমা করেন। রান আউট হয়ে সাজঘরে ফেরার আগে ২৪ বলে ৩ চার ২ ছয়ে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন নাজিমউদ্দীন।
এরপর মেহরাব ও আফতাবের নজরকাড়া ব্যাটিংয়ে দলীয় তিন অঙ্কের ঘরে পা রাখে বাংলাদেশ। ২১ বলে ৪ চার ও ১ ছয়ে ৩১ রান করে টিনো বেস্টের বলে আউট হোন আফতাব। এর পরের ওভারেই রায়ান অস্টিনের বলে সাজঘরে ফেরেন মেহরাব। তার ৪৫ বলে ৪৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চারে।
এরপর হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অস্টিন নিজের দ্বিতীয় শিকার বানান আব্দুর রাজ্জাককে (০)। উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলটকে (৫) বোল্ড করেন সুলাইমেন বেন। তবে শেষদিকে হেসেছে মোহাম্মদ শরীফের ব্যাট। তিনি ১৩ বলে করেন ২৬ রান। বেনের তৃতীয় শিকার হন রফিক (০)। মুশফিকুর রহমান ৩ এবং রাজিন সালেহ ৫ রানে অপরাজিত ছিলেন।
বিজনেস আওয়ার/১৩ মার্চ, ২০২১/এ