ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

  • পোস্ট হয়েছে : ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • 42

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্যটা ছিল ২৭৪ রানের। তার ওপর উদ্বোধনী জুটিতেই ১৯২ রান আসায়, আরও সহজ হয়ে যায় রানের লক্ষ্যটি। কিন্তু সেই ম্যাচটি কঠিন করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য শেষপর্যন্ত ২ বল হাতে রেখে জিতেছে ক্যারিবীয়রা।

শুক্রবার ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ম্যাচের মতো উড়ন্ত সূচনা করেন দুই ক্যারিবীয় ওপেনার এভিন লুইস ও শাই হোপ। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ১৯২ রান। ম্যাচ তখনই মূলত চলে আসে ওয়েস্ট ইন্ডিজের হাতের মুঠোয়। টানা দ্বিতীয় সেঞ্চুরি মিস করেন শাই হোপ। সাজঘরে ফেরার আগে খেলেন ৮৪ রানের ইনিংস।

অবশ্য তার ফেরার আগেই ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়ে ১০৩ রানে আউট হন এভিন লুইস। দুই ওপেনারের ব্যাটে ১৯২ রানের জুটি পেলেও এরপর খেই হারাতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ১৯২ থেকে একপর্যায়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪৫.৫ ওভারে ৪ উইকেটে ২৩৩ রান। অর্থাৎ ম্যাচ জিততে শেষের ২৫ বলে বাকি থাকে আরও ৪১ রান। অধিনায়ক কাইরন পোলার্ডও বিদায় নেয়ায় কাজটি খানিক কঠিনই হয় তাদের জন্য।

তবে নিকোলাস পুরান ও ফাবিয়ান অ্যালেনের কল্যাণে ২৩ বলেই ৪১ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ছোট্ট ঝড়ে ৭ বলে ১৫ রানের ক্যামিও খেলে বিদায় নেন অ্যালেন। তবে শেষপর্যন্ত খেলে ৩৮ বলে ৩৫ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান পুরান। ম্যাচের উইনিং শটও আসে তার ব্যাট থেকে।

এর আগে দানুশকা গুনাথিলাকা ও দিনেশ চান্দিমালের জোড়া ফিফটিতে লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ১০০ রান। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হন গুনাথিলাকা। তার ৯৬ বলে ৯৬ রানের ইনিংসটিতে ছিল ১০ চার ও ৩টি ছয়ের মার।

অন্যদিকে চান্দিমাল ৭১ রান করতে খেলেন ৯৮ বল, হাঁকান ৩টি চার ও ২টি ছক্কা। শেষদিকে ভানিন্দু হাসারাঙ্গা ৩১ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেললে ৮ উইকেটে ২৭৩ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

বিজনেস আওয়ার/১৩ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

পোস্ট হয়েছে : ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্যটা ছিল ২৭৪ রানের। তার ওপর উদ্বোধনী জুটিতেই ১৯২ রান আসায়, আরও সহজ হয়ে যায় রানের লক্ষ্যটি। কিন্তু সেই ম্যাচটি কঠিন করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য শেষপর্যন্ত ২ বল হাতে রেখে জিতেছে ক্যারিবীয়রা।

শুক্রবার ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ম্যাচের মতো উড়ন্ত সূচনা করেন দুই ক্যারিবীয় ওপেনার এভিন লুইস ও শাই হোপ। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ১৯২ রান। ম্যাচ তখনই মূলত চলে আসে ওয়েস্ট ইন্ডিজের হাতের মুঠোয়। টানা দ্বিতীয় সেঞ্চুরি মিস করেন শাই হোপ। সাজঘরে ফেরার আগে খেলেন ৮৪ রানের ইনিংস।

অবশ্য তার ফেরার আগেই ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়ে ১০৩ রানে আউট হন এভিন লুইস। দুই ওপেনারের ব্যাটে ১৯২ রানের জুটি পেলেও এরপর খেই হারাতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ১৯২ থেকে একপর্যায়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪৫.৫ ওভারে ৪ উইকেটে ২৩৩ রান। অর্থাৎ ম্যাচ জিততে শেষের ২৫ বলে বাকি থাকে আরও ৪১ রান। অধিনায়ক কাইরন পোলার্ডও বিদায় নেয়ায় কাজটি খানিক কঠিনই হয় তাদের জন্য।

তবে নিকোলাস পুরান ও ফাবিয়ান অ্যালেনের কল্যাণে ২৩ বলেই ৪১ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ছোট্ট ঝড়ে ৭ বলে ১৫ রানের ক্যামিও খেলে বিদায় নেন অ্যালেন। তবে শেষপর্যন্ত খেলে ৩৮ বলে ৩৫ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান পুরান। ম্যাচের উইনিং শটও আসে তার ব্যাট থেকে।

এর আগে দানুশকা গুনাথিলাকা ও দিনেশ চান্দিমালের জোড়া ফিফটিতে লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ১০০ রান। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হন গুনাথিলাকা। তার ৯৬ বলে ৯৬ রানের ইনিংসটিতে ছিল ১০ চার ও ৩টি ছয়ের মার।

অন্যদিকে চান্দিমাল ৭১ রান করতে খেলেন ৯৮ বল, হাঁকান ৩টি চার ও ২টি ছক্কা। শেষদিকে ভানিন্দু হাসারাঙ্গা ৩১ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেললে ৮ উইকেটে ২৭৩ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

বিজনেস আওয়ার/১৩ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: