বিনোদন ডেস্ক : আসছে কোরবানি ঈদ উপলক্ষে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ নামের নতুন সিনেমাটি। বর্তমানে চলছে এর প্রচারণা।
তার অংশ হিসেবে কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে অনন্ত বলেছিলেন, ছবিটি ১০০ কোটিরও বেশি টাকা বাজেটে নির্মিত হয়েছে। ট্রেলারে বেশ প্রশংসিতও হয়েছে। তবে মোশন পোস্টার প্রকাশ করে বেশ হাস্যরসের জন্ম দেয়া হয়েছে।
গেল বৃহস্পতিবার দুপুর ৩টা ১৭ মিনিটে নিজের ফেসবুক পেজে অনন্ত জলিল এই সিনেমার একটি মোশন পোস্টার শেয়ার করেছেন। সেখানে তিনি ক্যাপশন লিখেছেন, ‘দ্য বিগ বস ইজ ব্যাক।’ তবে এটি প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়ে।
এখন পর্যন্ত ২৬ হাজার রিয়েক্টের মধ্যে অনন্ত’র পোস্টে ১৮ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে হাসির। ৬ হাজারেরও বেশি মন্তব্যের মধ্যে প্রায় সবগুলোতেই ছবিটিকে নিয়ে হতাশা ও হাসাহাসি প্রকাশ পেয়েছে।
দুর্বল ও মানহীন ভিএফক্সের প্রতিই সবাই আঙুল তুলেছেন। এত বিগ বাজেটের সিনেমার এমন আনাড়ি ভিডিও দেখে কেউই যেন হজম করতে পারছেন না। অনেকেই এটিকে ‘আলিফ লায়লা’র ভিডিও বলে ব্যাঙ্গ করছেন।
তবে নিজের ছবির মোশন পোস্টার নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়াতে মুখ খুলেননি অনন্ত জলিল। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল আযহায় ‘দিন : দ্য ডে’ সিনেমাটি পাঁচটি ভাষায় বিশ্বের ৮০টি দেশে মুক্তি পাবে।
বিজনেস আওয়ার/১৩ মার্চ, ২০২১/এ