বিনোদন ডেস্ক : নানা আলোচনা সমালোচনার পর শুক্রবার (১২ মার্চ) মুক্তি পেয়েছে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ছবি ‘তুমি আছো তুমি নেই’। প্রথম দু’দিনে ছবিটি দর্শক পেয়েছে আশাব্যঞ্জক। এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজক সিমি ইসলাম কলি।
তিনি বলেন, এই ছবি নিয়ে যতো সমালোচনা হয়েছে, ততোট খারাপ এই ছবি নয়।প্রতিটি সিনেমা হলের প্রতিনিধি আমাকে ভালো রিপোর্টের কথাই জানিয়েছেন। তবে ছবিটিকে দর্শক পুরনো গল্পের বলে মন্তব্য করছেন। তবে দর্শকের কাছ থেকে কোনো বাজে মন্তব্য পাইনি।
মুক্তির দিনে রাজধানীর চিত্রামহলে গিয়েছিলেন সিমি। সেই সময়ের প্রেক্ষাপট জানিয়ে তিনি বলেন, মুক্তির দিনে শুধু চিত্রামহলেই গিয়েছি। অনেক দর্শককে দেখতে পেয়েছি। বলা যায় হাউজফুলেই ছিলো। বিষয়টি ফোন করে আমার নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুকেও জানিয়েছি। প্রথম দিনের রিপোর্টে আমরা খুশি।
এদিকে ছবির প্রমোশনে কলাকুশলী কাউকেই পাচ্ছেন না বলেও এসময় আক্ষেপ করেন এই প্রযোজক। ছবির নায়িকা দীঘির একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরী হওয়ায় প্রচারণায় তাকে তো পাচ্ছেনই না, এমনকি এই ছবির প্রচারণায় নেই চিত্রনায়ক আসিফ ইমরোজও। একাই সিনেমা হল দর্শনে ছুটছেন এই প্রযোজক।
তিনি আরও জানান, দীঘির সাথেতো যোগাযোগই নেই। আর এই ছবির নায়ককেও পাইনি। গতকাল দুপুরে নায়ককে মেসেজে বলেছি, আমাকে কি দুই তিন দিন সময় দিবেন, হলগুলো যেতাম! তিনি আমাকে কোনো উত্তর দেননি। পরে জানলাম তিনি নাকি বিকেলে শ্যামলী সিনেমা হলে ছবিটি দেখেছেন।
উল্লেখ্য, দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুমি আছো তুমি নেই’। ছবিতে দীঘি ও আসিফ ইমরোজ ছাড়াও অভিনয় করেছেন সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ। প্রযোজনার পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেছেন সিমি ইসলাম কলি।
বিজনেস আওয়ার/১৪ মার্চ, ২০২১/এ