বিজনেস আওয়ার প্রতিবেদক : রবিবার (১৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭২টির বা ৪৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার লুব-রেফের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪.৭০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৯.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৩০ টাকা বা ৯.৬৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে লুব-রেফ ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে বিডি ফাইন্যান্সের ৯.৩৯ শতাংশ, আইডিএলসির ৭.১৮ শতাংশ, সামিট পাওয়ারের ৬.৬০ শতাংশ, আইপিডিসির ৬.৪৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৬.০৭ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৬.০২ শতাংশ, লাফার্জহোলসিমের ৫.৭৩ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ৫.৬৩ শতাংশ এবং ইজেনারেশনের শেয়ার দর ৫.৪৯ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/১৪ মার্চ, ২০২১/এস