ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দীঘির চোখে জল কেন?

  • পোস্ট হয়েছে : ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • 37

বিনোদন ডেস্ক : তারিখটা ৫; ভোর ৫টা ৪৪ মিনিট। ঠিক এমন সময়ে দীঘির চোখে জল। কেন এই জল, নিজের ফেসবুকে জানিয়েছেন শিশু শিল্পী থেকে সদ্য ঢাকাই সিনেমার নায়িকা হওয়া প্রার্থনা ফারদিন দীঘি।

রোববার (১৪ মার্চ) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে দীঘি জানান, ৪ তারিখের শুটিং শেষ করতে করতে ৫ তারিখ হয়ে গেল। খুবই ক্লান্ত হয়ে বাসায় ফিরছিলাম। তখন বাজে ভোর ৫:৪৪, ঘুম ঘুম চোখে গাড়ির ভিতর থেকে হঠাৎ দেখতে পেলাম হাতিরঝিলে বিশাল একটা বিলবোর্ড।

লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেলাম। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম, চোখ দিয়ে পানি চলে আসছিল…। প্রায় ৮ বছর পর নিজের বিলবোর্ড দেখলাম। সবার সামনে রাস্তায় দাঁড়িয়ে কাছে গিয়ে ছবি তুললাম। আসলে এইসব অনুভূতি ভাষায় প্রকাশের মতো না।

ওই স্ট্যাটাসে দীঘি দাবি করেছেন, তাঁর অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে।

প্রযোজনা প্রতিষ্ঠান সুত্রে জানা গেছে, শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে সেলিমপুত্র শান্ত খান, বেগম ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবা শানুসহ অনেকে।

বিজনেস আওয়ার/১৪ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দীঘির চোখে জল কেন?

পোস্ট হয়েছে : ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১

বিনোদন ডেস্ক : তারিখটা ৫; ভোর ৫টা ৪৪ মিনিট। ঠিক এমন সময়ে দীঘির চোখে জল। কেন এই জল, নিজের ফেসবুকে জানিয়েছেন শিশু শিল্পী থেকে সদ্য ঢাকাই সিনেমার নায়িকা হওয়া প্রার্থনা ফারদিন দীঘি।

রোববার (১৪ মার্চ) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে দীঘি জানান, ৪ তারিখের শুটিং শেষ করতে করতে ৫ তারিখ হয়ে গেল। খুবই ক্লান্ত হয়ে বাসায় ফিরছিলাম। তখন বাজে ভোর ৫:৪৪, ঘুম ঘুম চোখে গাড়ির ভিতর থেকে হঠাৎ দেখতে পেলাম হাতিরঝিলে বিশাল একটা বিলবোর্ড।

লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেলাম। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম, চোখ দিয়ে পানি চলে আসছিল…। প্রায় ৮ বছর পর নিজের বিলবোর্ড দেখলাম। সবার সামনে রাস্তায় দাঁড়িয়ে কাছে গিয়ে ছবি তুললাম। আসলে এইসব অনুভূতি ভাষায় প্রকাশের মতো না।

ওই স্ট্যাটাসে দীঘি দাবি করেছেন, তাঁর অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে।

প্রযোজনা প্রতিষ্ঠান সুত্রে জানা গেছে, শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে সেলিমপুত্র শান্ত খান, বেগম ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবা শানুসহ অনেকে।

বিজনেস আওয়ার/১৪ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: