ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আনকাট সেন্সর পেলো ‘স্ফুলিঙ্গ’

  • পোস্ট হয়েছে : ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • 30

বিনোদন ডেস্ক : বিনোদনের মোড়কে নানা রকম সামাজিক বার্তার কবিতা লেখেন সিনেমার খাতায়। তার নির্মিত ছবিগুলো দেখলেই সেটা অনুধাবণ করা যায়। প্রতিটি সিনেমা তার গল্প-বার্তা ও নির্মাণে স্বতন্ত্র। পরিচ্ছন্ন নির্মাণের সিনেমা মানেই তৌকীর আহমেদ।

তার সিনেমাগুলো নিয়ে দর্শক থেকে সমালোচক, সবারই বাড়তি আগ্রহ থাকে। এবার তৌকীর হাজির হচ্ছেন তার সপ্তম সিনেমা ‘স্ফুলিঙ্গ’ নিয়ে। এটি আসছে ১৯ মার্চ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এ মুহূর্তে চলছে প্রচারণা। যার অংশ হিসেবে এর ট্রেলার ও একটি গান প্রকাশ হয়েছে।

জানা গেল, সিনেমাটি সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সেন্সরবোর্ডের সদস্যরা তৌকীর আহমেদের এই সিনেমার বেশ প্রশংসাও করেছেন। চিত্রনাট্য, দৃশ্যায়ণ, সংলাপ, শিল্পীদের অভিনয় মন ছুঁয়েছে বোর্ডের সদস্যদের। যা থেকে আশা করা যায়, সিনেমাটি মুক্তির পর দর্শকেরও মন জয় করতে সক্ষম হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘স্ফুলিঙ্গ’ নির্মাণ করছেন তৌকীর আহমেদ। সিনেমাটি প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা, পরীমনি, জাকিয়া বারী মম ও রওনক হাসান।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেকে। সিনেমার সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। সিনেমাটির পরিবেশনার দায়িত্বে আছে ‘দ্য অভি কথাচিত্র’।

বিজনেস আওয়ার/১৫ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আনকাট সেন্সর পেলো ‘স্ফুলিঙ্গ’

পোস্ট হয়েছে : ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১

বিনোদন ডেস্ক : বিনোদনের মোড়কে নানা রকম সামাজিক বার্তার কবিতা লেখেন সিনেমার খাতায়। তার নির্মিত ছবিগুলো দেখলেই সেটা অনুধাবণ করা যায়। প্রতিটি সিনেমা তার গল্প-বার্তা ও নির্মাণে স্বতন্ত্র। পরিচ্ছন্ন নির্মাণের সিনেমা মানেই তৌকীর আহমেদ।

তার সিনেমাগুলো নিয়ে দর্শক থেকে সমালোচক, সবারই বাড়তি আগ্রহ থাকে। এবার তৌকীর হাজির হচ্ছেন তার সপ্তম সিনেমা ‘স্ফুলিঙ্গ’ নিয়ে। এটি আসছে ১৯ মার্চ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এ মুহূর্তে চলছে প্রচারণা। যার অংশ হিসেবে এর ট্রেলার ও একটি গান প্রকাশ হয়েছে।

জানা গেল, সিনেমাটি সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সেন্সরবোর্ডের সদস্যরা তৌকীর আহমেদের এই সিনেমার বেশ প্রশংসাও করেছেন। চিত্রনাট্য, দৃশ্যায়ণ, সংলাপ, শিল্পীদের অভিনয় মন ছুঁয়েছে বোর্ডের সদস্যদের। যা থেকে আশা করা যায়, সিনেমাটি মুক্তির পর দর্শকেরও মন জয় করতে সক্ষম হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘স্ফুলিঙ্গ’ নির্মাণ করছেন তৌকীর আহমেদ। সিনেমাটি প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা, পরীমনি, জাকিয়া বারী মম ও রওনক হাসান।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেকে। সিনেমার সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। সিনেমাটির পরিবেশনার দায়িত্বে আছে ‘দ্য অভি কথাচিত্র’।

বিজনেস আওয়ার/১৫ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: