বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারের উন্নয়নে তফসিলি ব্যাংকগুলোকে বিশেষ তহবিল বাবদ ২০০ কোটি টাকার করে বিনিয়োগে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের দ্বিপক্ষীয় মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্ব করেন। ওই সভায় শেয়ারবাজারের উন্নয়নে যে কোন বিষয়ে পদক্ষেপ গ্রহণের পূর্বে সমন্বিতভাবে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। সভায় দু’টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নীতিগতভাবে এসব বিষয়ে একমত হয়েছেন।
একইসঙ্গে বিশেষ মিউচ্যুয়াল ফান্ডে (এসপিএফ) তফসিলি ব্যাংকগুলো ২০০ কোটি টাকা বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংকের জারিকৃত সাকুর্লারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সম্পদভিত্তিক বিধিমালা), ২০০৪ এর যুগোপযোগীর মাধ্যমে এসপিডি’র তহবিল সম্পদ ভিত্তিক সিকিউরিটিজে বিনিয়োগের পাশাপাশি অন্যান্য ফিক্সড ইনকাম সিকিউরিটিজ যেমন- সুকুক, কর্পোরেট বন্ড, গ্রিন বন্ড ইত্যাদিতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছে উভয় নিয়ন্ত্রক সংস্থা।
সরকারি ট্রেজারি বিল ও বন্ড স্টক এক্সচেঞ্জে লেনদেনের সুযোগ সৃষ্টির মাধ্যমে শেয়ারবাজারের সকল স্তরের বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি যৌথভাবে কাজ করবে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহের লভ্যাংশে প্রদানের ক্ষেত্রে কর প্রদান সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কর্তৃক জারিকৃত সার্কুলারের কার্যকারিতা বাতিলের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি এনবিআরকে অনুরোধ জানানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে উভয় প্রতিষ্ঠান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়া কমিশন কর্তৃক অনুমোদিত টায়ার-১ এর অ্যাডিশনাল ক্যাপিটাল হিসেবে ব্যাংকের মাধ্যমে ইস্যুকৃত পার্পেচু্য়াল বন্ড স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত লেনদেনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
আর মিউচ্যুয়াল ফান্ডে উদ্যোক্তা হিসেবে ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্যাপিটাল মার্কেট এক্সপোজার গণনার ক্ষেত্রে বিনিয়োগকৃত সিকিউটিজের বাজার মূল্যের পরিবর্তে ক্রয় মূল্যের ভিত্তিতে গণনা করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংণাদেশ ব্যাংকের প্রতিনিধিরা কমিশনকে আশ্বস্ত করেছে।
বিজনেস আওয়ার/১৫ মার্চ, ২০২১/আরএ