ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শেষ ম্যাচেও হারল বাংলাদেশ লেজেন্ডস

  • পোস্ট হয়েছে : ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • 40

স্পোর্টস ডেস্ক : ভারতে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে শেষম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ লেজেন্ডস। এর ফলে চার ম্যাচের সবকটিতে হেরে দেশে ফিরছে মোহাম্মদ রফিকের দল।

সোমবার টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। নাজিমউদ্দিনের কল্যাণে পায় ঝড়ো এক সূচনা। তবে ইনিংসের তৃতীয় ওভারে প্রতিপক্ষ অধিনায়ক জন্টি রোডসের দারুণ এক ফিল্ডিংয়ে মেহরাব হোসেন অপির উইকেট খোয়ায় বাংলাদেশ।

এরপর নাজিমউদ্দিনকে সঙ্গে নিয়ে শুরু হয় আফতাবের ঝড়। এক চার আর তিনটি ছয়ে তুলে নেন ২৪ বলে ৩৯ রান। এর আগেই ৩২ বলে ৩৩ রান করে আউট হন নাজিমউদ্দিন।

তৃতীয় উইকেট জুটিতে আফতাব আর হান্নানের কল্যাণে ৬১ রান যোগ হয় বাংলাদেশের স্কোরবোর্ডে। দলীয় ১১১ রানে আফতাবও বিদায় নেন। এর দুই ওভার পর বিদায় নেন হান্নানও।

এরপর অবশ্য বড় ইনিংসের দেখা পাননি আর কেউ। ফলে শেষ ২৭ বলে ৩০ রান তুলে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৬০ রানে।

বোলিংয়ের পুরোটাই অবশ্য ব্যর্থতার গল্প। প্রোটিয়া ওপেনার অ্যান্ড্রু পাটিক ও মরনে ফন উইকের অর্ধশতকের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি মোহাম্মদ রফিকরা। ফলে চার ম্যাচের চারটিতেই হেরে দেশে ফেরা নিশ্চিত করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৬০/৯ ২০ ওভারে (নাজিমউদ্দিন ৩২, আফতাব ৩৯, হান্নান ৩৬; এনটিনি ২/২৬, শাবালালা ৩৩/২)
দক্ষিণ আফ্রিকা: ১৬১/০, ১৯.২ ওভারে (পাটিক ৮২, উইক ৬৯)
ফল: দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী।

বিজনেস আওয়ার/১৬ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেষ ম্যাচেও হারল বাংলাদেশ লেজেন্ডস

পোস্ট হয়েছে : ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক : ভারতে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে শেষম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ লেজেন্ডস। এর ফলে চার ম্যাচের সবকটিতে হেরে দেশে ফিরছে মোহাম্মদ রফিকের দল।

সোমবার টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। নাজিমউদ্দিনের কল্যাণে পায় ঝড়ো এক সূচনা। তবে ইনিংসের তৃতীয় ওভারে প্রতিপক্ষ অধিনায়ক জন্টি রোডসের দারুণ এক ফিল্ডিংয়ে মেহরাব হোসেন অপির উইকেট খোয়ায় বাংলাদেশ।

এরপর নাজিমউদ্দিনকে সঙ্গে নিয়ে শুরু হয় আফতাবের ঝড়। এক চার আর তিনটি ছয়ে তুলে নেন ২৪ বলে ৩৯ রান। এর আগেই ৩২ বলে ৩৩ রান করে আউট হন নাজিমউদ্দিন।

তৃতীয় উইকেট জুটিতে আফতাব আর হান্নানের কল্যাণে ৬১ রান যোগ হয় বাংলাদেশের স্কোরবোর্ডে। দলীয় ১১১ রানে আফতাবও বিদায় নেন। এর দুই ওভার পর বিদায় নেন হান্নানও।

এরপর অবশ্য বড় ইনিংসের দেখা পাননি আর কেউ। ফলে শেষ ২৭ বলে ৩০ রান তুলে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৬০ রানে।

বোলিংয়ের পুরোটাই অবশ্য ব্যর্থতার গল্প। প্রোটিয়া ওপেনার অ্যান্ড্রু পাটিক ও মরনে ফন উইকের অর্ধশতকের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি মোহাম্মদ রফিকরা। ফলে চার ম্যাচের চারটিতেই হেরে দেশে ফেরা নিশ্চিত করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৬০/৯ ২০ ওভারে (নাজিমউদ্দিন ৩২, আফতাব ৩৯, হান্নান ৩৬; এনটিনি ২/২৬, শাবালালা ৩৩/২)
দক্ষিণ আফ্রিকা: ১৬১/০, ১৯.২ ওভারে (পাটিক ৮২, উইক ৬৯)
ফল: দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী।

বিজনেস আওয়ার/১৬ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: