স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া ইয়র্গেন ক্লপের শিষ্যরা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারারার্সকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচে দিয়োগো জোতার গোলে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে লিভারপুল।
সোমবার রাতে প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোছালো আক্রমণে এগিয়ে যায় সফরকারীরা। মানে ডি-বক্সের মধ্যে বল বাড়ান জোতাকে। পর্তুগিজ ফরোয়ার্ডের বাঁ পায়ের নিচু শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়।
শেষ দিকে সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান উলভারহ্যাম্পটনের গোলরক্ষক রুই পাত্রিসিও। খেলা বন্ধ থাকে ১০ মিনিটের বেশি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। ‘কনকাশন’ বদলি নামেন জন রুডি।
তবে আর কোনো অঘটন না ঘটিয়ে জয়ের আনন্দে মাঠ ছাড়ে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠা লিভারপুল। লিগে লিভারপুলের পয়েন্ট হলো ৪৬। ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
বিজনেস আওয়ার/১৬ মার্চ, ২০২১/এ