বিজনেস আওয়ার প্রতিবেদক : সম্প্রতি দেশের করোনা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। এরমধ্যে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে। মেলা চলাকালে করোনা পরিস্থিতি ভয়াবহ অবনতি হলে আমরা নতুন সিদ্ধান্তে যাব। কারণ আগে তো জীবন। বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আপনার জানেন দেশে সম্প্রতি করোনা বেড়ে গেছে। আগে যেখানে দৈনিক ১০০ থেকে ২০০ জন করোনা আক্রান্ত হতো, এখন সেটা ২ হাজারের কাছাকাছি দাঁড়িয়েছে। মহামারিকে আমন্ত্রণ জানানো যাবে না। সেক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে। তখন অপ্রিয় হলেও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে প্রার্থনা করি সংক্রমণ পরিস্থিতি যেন সে পর্যায়ে না যায়।’
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সীমিত আকারে আয়োজন হচ্ছে। রমনার বটমূলের অনুষ্ঠানে সীমিত পরিসরে হবে। ফলে, সেইদিন বইমেলায় জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই দিনটিতে স্বাস্থ্যবিধি নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনাও হাতে নিতে হবে। এটা নিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে।
জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি মাথায় রেখে এবার মেলার পরিসর দ্বিগুণ করা হয়েছে। আছে স্বাস্থ্যবিধি মানার কঠোর নির্দেশনা। ১৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন এবারের বইমেলার। হাসিনা ভার্চুয়ালি এবারের বইমেলার উদ্বোধনের কথা রয়েছে।
বিজনেস আওয়ার/১৬ মার্চ, ২০২১/এ