ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে ইউএনওর ওপর হামলা

  • পোস্ট হয়েছে : ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • 73

বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের ওপর হামলা করেছেন একদল গ্রামবাসী। উপজেলার কাটাপোল গ্রামে ট্রাক্টরচাপায় একজনের মৃত্যু হয়েছে, এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গেলে মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

হামলায় ইউএনও এসএম মুনিম লিংকনের মাথায় আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বর্তমানে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

স্থানীয়রা জানান, প্রতিদিনই ওই গ্রাম থেকে মাটি কেটে ট্রাক্টরে করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হত। এরইমধ্যে মঙ্গলবার সকালে মাটিবোঝাই ট্রাক্টরের চাপায় মাইদুল (৩৪) নামে ব্যক্তি নিহত হন। এতে আরও ক্ষীপ্ত হয়ে ওঠেন গ্রামবাসী। ইউএনও ঘটনাস্থল পরিদর্শনে গেলে তার ওপর হামলা চালায় গ্রামবাসী। পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিজ বাসভবনে পৌঁছে দেয়।

বিজনেস আওয়ার/১৬ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জীবননগরে ইউএনওর ওপর হামলা

পোস্ট হয়েছে : ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের ওপর হামলা করেছেন একদল গ্রামবাসী। উপজেলার কাটাপোল গ্রামে ট্রাক্টরচাপায় একজনের মৃত্যু হয়েছে, এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গেলে মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

হামলায় ইউএনও এসএম মুনিম লিংকনের মাথায় আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বর্তমানে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

স্থানীয়রা জানান, প্রতিদিনই ওই গ্রাম থেকে মাটি কেটে ট্রাক্টরে করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হত। এরইমধ্যে মঙ্গলবার সকালে মাটিবোঝাই ট্রাক্টরের চাপায় মাইদুল (৩৪) নামে ব্যক্তি নিহত হন। এতে আরও ক্ষীপ্ত হয়ে ওঠেন গ্রামবাসী। ইউএনও ঘটনাস্থল পরিদর্শনে গেলে তার ওপর হামলা চালায় গ্রামবাসী। পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিজ বাসভবনে পৌঁছে দেয়।

বিজনেস আওয়ার/১৬ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: