বিনোদন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রে বিদেশি অভিনয়শিল্পীদের অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা-২০২০ (সংশোধিত) অনুযায়ী দেশের বাইরের কোনও শিল্পী দেশের চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে ‘ওয়ার্ক পারমিট’ নেওয়ার বিধি রয়েছে। তবে ওয়ার্ক পারমিট ছাড়াই পাবনায় ‘অন্তরাত্মা’ চলচ্চিত্রের শুটিং করছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক।
গত ১০ মার্চ ঢাকায় এসে ১১ মার্চ থেকে পাবনা সদরে তিনি এ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিলেও তথ্য মন্ত্রণালয় বলছে, দর্শনা বণিককে এখনও ‘ওয়ার্ক পারমিট’ দেওয়া হয়নি। সপ্তাহখানেক আগে কলকাতার এ নায়িকার শুটিংয়ের অনুমতি চেয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) প্রস্তাব পাঠিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান তরঙ্গ এন্টারটেইনমেন্ট।
এ ব্যাপারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জানান, পাঁচ দিন আগে সুপারিশসহ প্রস্তাবটি তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার আগে বিদেশি শিল্পীর শুটিংয়ের কোনও বিধান নেই।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-১) মো. সাইফুল ইসলাম জানান, এফডিসি থেকে তথ্য মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবটি এখনও অনুমোদন পায়নি। ফলে দর্শনা বণিকের শুটিংয়ের অনুমতি নেই।
কলকাতার নায়িকা দর্শনা বণিক পাবনায় পাবনায় ছয়দিন ধরে শুটিং করছেন। তিনি আরও ১০ দিন শুটিংয়ে পাবনায় থাকবেন বলে জানিয়েছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ঢাকাই ছবির কিং শাকিব খান।
বিজনেস আওয়ার/১৬ মার্চ, ২০২১/এ