বিজনেস আওয়ার প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের জামিন হয়নি হাইকোর্টে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
সোমবার (১৫ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত আবেদনটি মুলতবি রাখেন। আদালতে রাজীবের পক্ষে ছিলেন আইনজীবী এম ফেরদৌস আল বশির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি এ মামলায় তার জামিন আবেদন খারিজ করেন ঢাকার বিশেষ জজ আদালত। এর পর হাইকোর্টে জামিন আবেদন করা হয়।
উল্লেখ্য, গত বছর শুদ্ধি অভিযানের সময় ১৯ অক্টোবর ডিএনসিসি ৩৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরপর ৬ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, কাউন্সিলর রাজীবের নামে স্থাবর-অস্থাবর মিলে মোট ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার সম্পদ পাওয়া গেছে। কাউন্সিলর থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে ওই পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদের বৈধ কোনও উৎস খুঁজে পাওয়া যায়নি।
বিজনেস আওয়ার/১৫ জুন, ২০২০/এ