বিজনেস আওয়ার প্রতিবেদক : ব্যাংকের লভ্যাংশ ঘোষণার পরিমাণ বৃদ্ধি করে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো: আনোয়ারুল ইসলাম সাক্ষরিত এই নির্দেশনা জারি করা হয়েছে।
এই নির্দেশনা জারির ফলে ব্যাংকগুলো এখন থেকে সর্বোচ্চ ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে। তবে এরমধ্যে সর্বোচ্চ ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা যাবে।
এর আগে করোনা মহামারির কারনে গত বছর ব্যাংকগুলো সর্বোচ্চ ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে বলে নির্দেশনা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। যেখানে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার সুযোগ ছিল।
বিজনেস আওয়ার/১৭ মার্চ, ২০২১/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: