স্পোর্টস ডেস্ক : আতালান্তাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (১৬ মার্চ) রাতে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে শেষ ষোলোর ফিরতি লেগে ৩-১ গোলে জিতেছে রিয়াল। প্রথম লেগে ১-০ গোলে জিতে এসেছিল জিনেদিন জিদানের দল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধান নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল তারা।
মঙ্গলবার রাতে ম্যাচের ৩৪তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের কারণেই গোল উপহার পায়। সতীর্থের ব্যাকপাস পেয়ে মার্কো স্পোর্তিয়েল্লো সরাসরি তুলে দেন সামনে থাকা লুকা মদ্রিচের পায়ে। ক্রোয়াট এই মিডফিল্ডার দ্রুত ডি-বক্সে ঢুকে বাঁয়ে ফাঁকায় থাকা বেনজেমাকে খুঁজে নেন। আর ডান পায়ের নিচু শটে বল জালে জড়ান ফরাসি স্ট্রাইকার।
৫৮তম মিনিটে ডি-বক্সে রামোসকে ফাউল করেন রাফায়েল তোলোই। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিজেই গোল করে রিয়ালের শেষ আটের পথ সুগম করেন অধিনায়ক রামোস। আটলান্তা ৮৪তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে ঠিকানা খুঁজে নেন মুরিয়েল। পরের মিনিটেই বল জালে জড়ান বদলি নামা মার্কো আসেনসিও। জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
বিজনেস আওয়ার/১৭ মার্চ, ২০২১/এ