বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বেশ কয়েকদিন যাবত তিনি জ্বরে ভুগছেন। বুধবার (১৭ মার্চ) শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিকে পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তামনে তিনি বাসায় আছেন।
শায়রুল কবির খান আরও বলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন। দেশবাসীর দোয়া চেয়েছেন রুহুল কবির রিজভী।
বিজনেস আওয়ার/১৮ মার্চ, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: