স্পোর্টস ডেস্ক : অ্যাটলেটিকো মাদ্রিদকে শেষ ষোলর দুই লেগেই হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি। প্রথম লেগে অ্যাটলেটিকোর ঘরের মাঠ থেকে ১-০ ব্যবধানে জিতে আসা চেলসি ফিরতি লেগে স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে থমাস তুখেলের দল।
ম্যাচের ৩৪ মিনিটের মাথায় প্রতি-আক্রমণে এগিয়ে যায় চেলসি। কাই হাভার্টজের বাড়ানো বল ধরে টিমো ভেরনার বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ডানে পাস দেন। আর নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন মরক্কোর মিডফিল্ডার হাকিম জিয়েচ। প্রথমার্ধে ওই এক গোলের ব্যবধানেই এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।
বিরতি থেকে ফিরেও আক্রমণ ধরে রাখে চেলসি। তবে কিছুতেই গোলের দেখা মিলছিল না। অন্যদিকে অ্যাটলেটিকোও যেন এদিন নিজেদের হারিয়ে খুঁজছিলেন। গোলের দেখা পাওয়া তো দূরের কথা উলটো ম্যাচের ৮১ মিনিটের মাথায় স্টেফান স্যাভিচ অ্যান্তোনিও রুডিগারকে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন। আর ১০ জনের দলে পরিণত হয় অ্যাটলেটিকো।
এরপর ম্যাচের শেষ দিকে এসে ব্যবধান দ্বিগুণ করেন এমারসন। আর তাতেই শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে দীর্ঘ আট বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটেও জায়গা করে নিল লন্ডনের ক্লাবটি।
বিজনেস আওয়ার/১৭ মার্চ, ২০২১/এ