ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঘরের মাঠে লাৎজিওকে হারাল বায়ার্ন

  • পোস্ট হয়েছে : ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • 34

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ৪-১ ব্যবধানে লাৎজিওর মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিল বায়ার্ন, আর এবার ঘরের মাঠে লাৎজিওকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে হানসি ফ্লিকের দল। দুই লেগ মিলিয়ে লাৎজিকে ৬-২ গোলের ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

বুধবার রাতে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় রবার্ট লেভান্ডোফস্কি আর এরিক ম্যাএক্সিম চুপো মোটিং বায়ার্নের হয়ে গোল দুটি করেন আর লাৎজিওর হয়ে একমাত্র গোলটি আসে মার্কো পারোলোর কাছ থেকে।

ম্যচের ৩৩ মিনিটের দিকে ডি বক্সের ভেতর লেওন গোরেতজেকাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর স্পট কিক থেকে গোল করে বায়ার্নকে লিড এনে দেন রবারট লেভান্ডোফস্কি। প্রথমার্ধের বাকি সময়টা আর তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি বায়ার্ন। আর এতেই প্রথমার্ধ শেষ করতে হয় ওই ১-০ ব্যবধানে এগিয়ে থাকার মাধ্যমে।

৭৩ মিনিটে ব্যবধান ২-০ করেন লেভান্ডোফস্কির বদলি হিসেবে নামা চুপো মোটিং। ডাভিড আলাবার পাস ডি বক্সে পেয়ে প্রথম স্পর্শে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন তিনি। ম্যাচের শেষ দিকে এসে লাৎজিওর হয়ে শান্তনা সূচক গোলটি করেন পারোলো। শেষ পর্যন্ত ওই ২-১ গোলের ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

বিজনেস আওয়ার/১৭ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঘরের মাঠে লাৎজিওকে হারাল বায়ার্ন

পোস্ট হয়েছে : ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ৪-১ ব্যবধানে লাৎজিওর মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিল বায়ার্ন, আর এবার ঘরের মাঠে লাৎজিওকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে হানসি ফ্লিকের দল। দুই লেগ মিলিয়ে লাৎজিকে ৬-২ গোলের ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

বুধবার রাতে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় রবার্ট লেভান্ডোফস্কি আর এরিক ম্যাএক্সিম চুপো মোটিং বায়ার্নের হয়ে গোল দুটি করেন আর লাৎজিওর হয়ে একমাত্র গোলটি আসে মার্কো পারোলোর কাছ থেকে।

ম্যচের ৩৩ মিনিটের দিকে ডি বক্সের ভেতর লেওন গোরেতজেকাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর স্পট কিক থেকে গোল করে বায়ার্নকে লিড এনে দেন রবারট লেভান্ডোফস্কি। প্রথমার্ধের বাকি সময়টা আর তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি বায়ার্ন। আর এতেই প্রথমার্ধ শেষ করতে হয় ওই ১-০ ব্যবধানে এগিয়ে থাকার মাধ্যমে।

৭৩ মিনিটে ব্যবধান ২-০ করেন লেভান্ডোফস্কির বদলি হিসেবে নামা চুপো মোটিং। ডাভিড আলাবার পাস ডি বক্সে পেয়ে প্রথম স্পর্শে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন তিনি। ম্যাচের শেষ দিকে এসে লাৎজিওর হয়ে শান্তনা সূচক গোলটি করেন পারোলো। শেষ পর্যন্ত ওই ২-১ গোলের ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

বিজনেস আওয়ার/১৭ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: