বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুলামিয়া কটন স্পিনিং মিলসের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন। তারপরেও শুধুমাত্র স্বল্পমূলধীন হওয়ায় কোম্পানিটির শেয়ার দর আকাশচুম্বি।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসানের পরিমাণ দাড়িঁয়েছে ৩৪ কোটি ৯৭ লাখ টাকা। এই কোম্পানিটির সম্পদের থেকে ২৭ কোটি ৩৯ লাখ টাকার দায় বেশি।
এছাড়া ২০১৯ সালের ৩০ জুন থেকে কোম্পানিটির উৎপাদন ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। এসব পরিস্থিতি কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে।
যদিও কোম্পানি কর্তৃপক্ষ অর্থ সরবরাহের মাধ্যমে বিদ্যমান দুরাবস্থা নিরসনে পরিকল্পনা করছেন। এছাড়া ব্যবসা চালু করার জন্য নতুন মেশিনারীজ কেনার পরিকল্পনা করছেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া দুলামিয়া কটনের পরিশোধিত মূলধনের পরিমাণ ৭ কোটি ৫৬ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৬.৯৯ শতাংশ।
কোম্পানিটি নিয়মিত লোকসানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা ঝুকিঁতে পরিণত হলেও শেয়ার দরে পিছিয়ে নেই। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারটি বুধবার (১৭ মার্চ) দাড়িঁয়েছে ৪৮.২০ টাকায়।
আরও পড়ুন…….
মোজাফ্ফর হোসাইনে নিরীক্ষকের আপত্তি
ধুকতে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক থেকেও অর্থ পাঁচার
এমজেএল বিডি ১৩ কোটি টাকার অতিরঞ্জিত মুনাফা দেখিয়েছে
বিজনেস আওয়ার/১৮ মার্চ, ২০২১/আরএ
One thought on “ঝুঁকিতে দুলামিয়া কটনের ব্যবসা”