স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ২২ সদস্যের বাংলাদেশ নারী ইমার্জিং দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। স্বাগতিক দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। বৃহস্পতিবার (১৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য জানিয়েছে।
বিসিবি আরও জানিয়েছে, চলতি মাসের ২৮ তারিখে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। ঢাকায় এসে ওই দিনই সিলেট পৌঁছে করোনা পরীক্ষার জন্য নমুনা দিবে সফরকারিরা। স্বাগতিক দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি।
টিম হোটেলে তিন দিন কোয়ারেনটাইন ও তিন দিনের প্রস্তুতি শেষে ৪ এপ্রিল (রোববার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে দুই দল। একই ভেন্যুতে সিরিজের বাকি চার ম্যাচ গড়াবে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। প্রতিটি ম্যাচই সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে চলবে বিকেল সাড়ে চারটা অবধি।
বাংলাদেশ দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা (উইকেটরক্ষক), রাবেয়া, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, শবনম মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মনি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিঙ্কি, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), খাদিজা-তুল-কুবরা, রুমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।
বিজনেস আওয়ার/১৭ মার্চ, ২০২১/এ