বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃহস্পতিবার (১৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২৯টির বা ৮.০৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে আজিজ পাইপসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৭.২০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৭.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০.৭০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠেছে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের ৯.৮৫ শতাংশ, স্টাইল ক্রাফটের ৮.২৬ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৫.৭৬ শতাংশ, আরামিটের ৩.৩১ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ২.৫৪ শতাংশ, পদ্মা অয়েলের ২.৩২ শতাংশ, তশরিফার ১.৭৬ শতাংশ, বিডি অটোকার্সের ১.৬৮ শতাংশ এবং নর্দার্ণ জুটের শেয়ার দর ১.১৮ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/১৮ মার্চ, ২০২১/এস