স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা লেজেন্ডস। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে উঠা স্বাগতিক ভারত রোববার মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে।
শুক্রবার টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নুয়ান কুলাসেকারার গতির শিকার হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলের বিপর্যয়ে একাই লড়েন মর্নে ভন উইক। তার ৫৩ রানের ইনিংসে ভর করে ১২৫ রান করে দক্ষিণ আফ্রিকা।
এছাড়া ২৭ রান করেন আলভির পিটারসেন। ১৫ রান করেন জাস্টিন কেম্প। দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি বাকি সাত ব্যাটসম্যান। নুয়ান কুলাসেকারা ৪ ওভারে মাত্র ২৫ রানে ৫ উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে দলের জয় নিশ্চিতের পথে ৪৭ ও ৩৯ রান করে করেন চিন্তক জয়সিং ও উপল থারাঙ্গা। এছাড়া ১৮ রান করে করেন দুই ওপেনার দিলশান ও সনথ জয়সুরিয়া।
বিজনেস আওয়ার/২০ মার্চ, ২০২১/এ