বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৪-১৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬২৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহটিতে বেক্সিমকোর ৩ কোটি ৬৬ লাখ ৫১ হাজার ৮৯৪টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ২৯৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ১১.৪১ শতাংশ। এর মাধ্যমে বেক্সিমকো ডিএসইর সাপ্তাহিক টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন টার্নওভারের উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- রবি আজিয়াটার ১৪৩ কোটি ১০ লাখ টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১১১ কোটি ৫১ লাখ টাকার, লাফার্জহোলসিমের ১০০ কোটি ৫৫ লাখ টাকার, সামিট পাওয়ারের ৮৮ কোটি ২ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ৮৬ কোটি ৯৪ লাখ টাকার, লুব-রেফের ৭৮ কোটি ৮৪ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ৭৮ কোটি ৭৮ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৭৪ কোটি ৭৫ লাখ টাকার এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৬১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২০ মার্চ, ২০২১/এস