বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক মিজানুর রহমান করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।
শনিবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ডা. মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, আমার নিজেরও করোনা ধরা পড়েছে। এমনিতে আমরা দুজনেই ভালো আছি। বর্তমানে নিজ নিজ বাসায় আইসোলেশেন আছি। সেই সঙ্গে এ দপ্তরের আরও বেশ কয়েকজন কর্মীর দেহে সংক্রমণ ধরা পড়েছে।
জানা গেছে, কয়েক দিন আগে স্বাস্থ্য অধিদফতরের প্রায় ৮-১০ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হন। ডিজি ও লাইন ডিরেক্টর তাদের সংস্পর্শে ছিলেন। করোনার উপসর্গ দেখা দিলে আমরা পরীক্ষা করাই। দুইদিন আগে করোনা পজিটিভ আসে।
করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। শুক্রবার থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর প্রথম দিন স্বাস্থ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন মহাপরিচালক খুরশীদ আলম। দেড় মাসের মাথায় টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার আগেই তার শরীরে সংক্রমণ ধরা পড়ল।
বিজনেস আওয়ার/২০ মার্চ, ২০২১/এ