বিনোদন ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’ ছবির সেন্সর ছাড়পত্র স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন।
তিনি বলেন, যেহেতু ছবিটি জাতির জনককে নিয়ে তাই অনেক সতর্ক হতে হবে আমাদের। এটি সেন্সর পেলেও কিছু সদস্য মনে করছেন ছবিটি আবারও দেখা প্রয়োজন। তাই আমরা পুনরায় এটির প্রদর্শনী করব। তারপর সিদ্ধান্ত দেব।
এদিকে, ছাড়পত্র স্থগিত প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, বিষয়টি আমিও শুনেছি। কিন্তু কেন ছাড়পত্র স্থগিত করা হয়েছে, তা সেন্সর বোর্ডই জানে। এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।
জাতির জনকের জীবনের কিছু ঘটনা নিয়ে তৈরি ‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’ ছবিটি স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মুক্তির কথা ছিল। এ কারণে গত ১৪ মার্চ এটি সেন্সর পায়। তবে ছাড়পত্র পাওয়ার ১ সপ্তাহের মধ্যেই তা স্থগিত করা হলো।
শামিম আহমেদ রনীর চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন সেলিম খান। এতে বঙ্গবন্ধু’র চরিত্রে দেখা যাবে শান্ত খানকে। আর তার বিপরীতে আছেন প্রার্থনা ফারদিন দীঘি।
বিজনেস আওয়ার/২০ মার্চ, ২০২১/এ