ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বাঁধনের ওয়েব সিরিজের প্রথম লুক প্রকাশ

  • পোস্ট হয়েছে : ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • 34

বিনোদন ডেস্ক : ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামের ওয়েব সিরিজের মধ্য দিয়ে কলকাতার ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে বাংলাদেশের মডেল-অভিনেত্রী আজমেরি হক বাঁধনের। এবার প্রকাশ্যে এল সিরিজে তার প্রথম লুক। ২০ মার্চ ‘নতুন গল্প হয়ে যাক’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে ‘হইচই’ । যেখানে এই মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজগুলোর খণ্ডাংশ প্রকাশ পায়। সেখানেই প্রথমবার দেখা গেল বাঁধনকে।

ভিডিওতে দেখা যাচ্ছে খোলা চুলে ডিভাইনের ওপর বসে আছেন বাঁধন। তার পরনে শাড়ি। তাকিয়ে আছেন রহস্যময় এক দৃষ্টিতে।

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। এর পরিচালক সৃজিত মুখার্জি। উপন্যাসটি লিখেছেন বাংলাদেশি লেখক নাজিম উদ্দিন। এতে ‘মুসকান’ চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। সিরিজের সঙ্গে বাঁধনের যুক্ত হওয়াটা ছিল বেশ অদ্ভুত।

সৃজিতের ওয়েব সিরিজে যুক্ত হওয়ার পর ৭ মাস অনলাইনে মহড়া হয়। এরপর করোনার অবস্থা কিছুটা স্বাভাবিক হলে শুটিং শুরু হয়। ২০২০ সালের ১১ ডিসেম্বর শুটিংয়ে যোগ দিতে কলকাতা উড়াল দিয়েছিলেন বাঁধন। কলকাতায় পৌঁছে সৃজিত ও তার টিমের সঙ্গে দেখা করেন বাঁধন। পরের দিন থেকে শুটিংয়ে অংশ নেন তিনি।

বিজনেস আওয়ার/২১ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাঁধনের ওয়েব সিরিজের প্রথম লুক প্রকাশ

পোস্ট হয়েছে : ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১

বিনোদন ডেস্ক : ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামের ওয়েব সিরিজের মধ্য দিয়ে কলকাতার ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে বাংলাদেশের মডেল-অভিনেত্রী আজমেরি হক বাঁধনের। এবার প্রকাশ্যে এল সিরিজে তার প্রথম লুক। ২০ মার্চ ‘নতুন গল্প হয়ে যাক’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে ‘হইচই’ । যেখানে এই মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজগুলোর খণ্ডাংশ প্রকাশ পায়। সেখানেই প্রথমবার দেখা গেল বাঁধনকে।

ভিডিওতে দেখা যাচ্ছে খোলা চুলে ডিভাইনের ওপর বসে আছেন বাঁধন। তার পরনে শাড়ি। তাকিয়ে আছেন রহস্যময় এক দৃষ্টিতে।

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। এর পরিচালক সৃজিত মুখার্জি। উপন্যাসটি লিখেছেন বাংলাদেশি লেখক নাজিম উদ্দিন। এতে ‘মুসকান’ চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। সিরিজের সঙ্গে বাঁধনের যুক্ত হওয়াটা ছিল বেশ অদ্ভুত।

সৃজিতের ওয়েব সিরিজে যুক্ত হওয়ার পর ৭ মাস অনলাইনে মহড়া হয়। এরপর করোনার অবস্থা কিছুটা স্বাভাবিক হলে শুটিং শুরু হয়। ২০২০ সালের ১১ ডিসেম্বর শুটিংয়ে যোগ দিতে কলকাতা উড়াল দিয়েছিলেন বাঁধন। কলকাতায় পৌঁছে সৃজিত ও তার টিমের সঙ্গে দেখা করেন বাঁধন। পরের দিন থেকে শুটিংয়ে অংশ নেন তিনি।

বিজনেস আওয়ার/২১ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: