বিনোদন ডেস্ক : দুই দশক আগে সিনেমাকে বিদায় জানিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শিল্পী। ২০০১ সালের শেষের দিকে মুক্তি পায় তার অভিনীত শেষ ছবি। নব্বই দশকে অনেক দর্শকপ্রিয় ছবি উপহার দেয়া নায়িকা এখন তিনি ব্যস্ত রয়েছেন স্বামী-সন্তান ও সংসার নিয়ে।
কিন্তু হঠাৎ করে কেন সিনেমা থেকে দূরে সরে গিয়েছিলেন? এমন প্রশ্নের উত্তরে শিল্পী বলেন, সত্যি বলতে অশ্লীলতার কারণে সিনেমা ছেড়েছিলাম। পরিবেশ ছিলো না সিনেমা করার। যদিও ২০০৪ সাল পর্যন্ত টিভি নাটকে কাজ করেছিলাম।
সিনেমাকে কি মিস করেন? উত্তরে শিল্পী বলেন, অবশ্যই মিস করি। এটাই তো আমার পরিচয়ের বড় জায়গা। আমরা যে মানের কাজ করতাম সেই মানের কাজ হচ্ছে না। তাই সিনেমায় কাজের আর ইচ্ছে নেই।
বর্তমান চলচ্চিত্রের অবস্থা প্রসঙ্গে শিল্পী বলেন, একে তো ছবি হচ্ছে না। আবার সিনেমা হলও নেই। প্রযোজকরা লগ্নি করছে না। লগ্নি করলেও টাকা কোথা থেকে ফিরে আসবে! সেই পথই তো দেখছি না। সিনেমা চালানোর জায়গাও নেই! এদিকে নতুন নায়ক নায়িকাও আসছে না।
তিনি বলেন, আমরা যখন কাজ শুরু করেছি তখন ৬০/৭০ লাখ টাকায় সিনেমা হতো। প্রযোজকরা ভরসা করতেন চোখ বন্ধ করে। এখন তো নতুনরা আসলে প্রযোজকরা বিনিয়োগই করতে চান না।
এ নায়িকা বলেন, একটা বসুন্ধরা সিনেপ্লেক্স বা যমুনা ব্লকবাস্টার দিয়ে সিনেমা চলবে না। আগে ১৩শ সিনেমা হল ছিল। এখন ৬০ টিতে নেমে এসেছে। এতো কম সিনেমা হল দিয়ে তো বিনিয়োগের অর্থ ফেরতের আশা করা যায় না। পরিবেশ আরও উন্নত করতে হবে। ভালো গল্পের সিনেমা বানাতে হবে।
বিজনেস আওয়ার/২১ মার্চ, ২০২১/এ