স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের ডানেডিনে প্রথম ওয়ানডে ম্যাচের পর আগামী ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চে। আর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে ওয়েলিংটনে তৃতীয় ও শেষ ওয়ানডে। তাই বাংলাদেশ দলের এখনকার গন্তব্য সেই ক্রাইস্টচার্চ। এরই মধ্যে ডানেডিন ছেড়ে ক্রাইস্টচার্চ চলে এসেছে জাতীয় দলের বহর।
প্রথম ম্যাচে অনুজ্জ্বল পারফরম্যান্স ও করুণ পরাজয়ের গ্লানি নিয়ে রাতটুকু পার করে স্থানীয় সময় আজ (রোববার) বিকেল নাগাদ ক্রাইস্টচার্চ পৌঁছেছে টাইগাররা। সফরে দলের ভালো-মন্দ দেখভালের জন্য বিসিবি থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জালাল ইউনুস এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা ৫ ঘন্টার দীর্ঘ বাসযাত্রার পর আজ বিকেল ৬টার দিকে এসে ক্রাইস্টচার্চে হোটেল নভোটেলে এসে উঠেছি। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ডানেডিন থেকে ক্রাইস্টচার্চের পথে শুরু হয় যাত্রা। পথে মধ্যাহ্ন ভোজ ও কফি পানের দু’দফা বিরতির পর স্থানীয় সময় ৬টার দিকে ক্রাইস্টচার্চে হোটেলে এসে উঠেছি।
আগের দিন খেলার পর রাতটুকু পার করে আজ সকাল সকাল ৫ ঘন্টা বিমান যাত্রার ধকল কি একটু বেশিই নয়? এতে করে কি ক্রিকেটারদের ক্লান্তি ও অবসাদগ্রস্ত হবার সম্ভাবনা বেশি থাকবে না? এ প্রশ্নে জালাল ইউনুস বলেন, আমরা বিমানেই আসতে পারতাম। কিন্তু ক্রিকেটারদের কথা ভেবেই বাসে আসা।
জালাল যোগ করেন, ক্রিকেটারদের বেশ কয়েকজনের বিমানে ‘বাম্পিং’য়ে সমস্যা হয়। কেউ কেউ ভীত-সন্তস্ত্র হয়ে পড়ে। তাই বিমান ভ্রমণ এড়ানো হয়েছে।
নিউজিল্যান্ডের বেশ কয়েকটি শহরে বিশেষ করে ক্রাইস্টচার্চে ওঠা-নামার সময় বিমানে প্রচুর বাম্পিং হয়। বিমান ভ্রমণের একটা বড় অংশ সমুদ্রের ওপর দিয়ে। অবতরনের সময়ও সমুদ্র কাছেই। তাই বাতাসের গতিবেগ অনেক বেশি থাকে। যারা নিয়মিত এমন ভ্রমণে অভ্যস্ত নন, তাদের জন্য পুরো ব্যাপারটাই ভয় জাগানিয়া।
বিজনেস আওয়ার/২১ মার্চ, ২০২১/এ