ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াল সোসিয়েদাদের জালে বার্সার গোল উৎসব

  • পোস্ট হয়েছে : ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • 31

স্পোর্টস ডেস্ক : রিয়াল সোসিয়েদাদের জালে গোল উৎসব করেছে বার্সেলোনা। গুনে গুনে অর্ধ ডজন গোল দিয়েছে বার্সা। দুটি করে গোল করেছেন মেসি। এছাড়া সার্জিনো ডেস্ট দুটি এবং একটি করে গোল করেছেন আঁতোয়ান গ্রিজমান ও ওসমান দেম্বেলে।

রোববার রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠ অ্যানোয়েটায় পুরোপুরি আধিপত্য বিস্তার করেই খেলেছে বার্সেলোনা। লিগে বাজে শুরুর পর ছন্দে ফেরা বার্সেলোনা এই নিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত রইলো। গত ৫ ডিসেম্বরের পর আর হারেনি তারা। বড় জয়ের পর পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে কাতালান ক্লাবটি।

ম্যাচটিতে বড় ব্যবধানে জিতলেও, প্রথম গোলের জন্য ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সাকে। গোলের তালা ভাঙেন গ্রিজম্যানে। মেসির পাস ধরে সেটি সামনে বাড়ান আলবা। সেখানে দেম্বেলে গোলের চেষ্টা করলেও ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক। তবে ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি গ্রিজম্যান।

বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৩তম মিনিটে লা লিগায় নিজের প্রথম গোলের দেখা পান সার্জিনো ডেস্ট। মেসির পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন যুক্তরাষ্ট্রের তরুণ ডিফেন্ডার। এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরে আরও আগ্রাসী কাতালান ক্লাবটি। এবারও দৃশ্যপটে ডেস্ট। ম্যাচের ৫৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। বার্সা এগিয়ে যায় ৩-০ গোলে। ৫৬ তম মিনিটে ম্যাচে নিজের প্রথম গোলের দেখা পান মেসি। সার্জিও বুস্কেটসসের কাছ থেকে বল পেয়ে গোল করেন বার্সার আর্জেন্টাইন সুপারস্টার।

৭১ মিনিটে দেম্বেলের গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৬ মিনিট পর একটি গোল শোধ দেয় সোসিয়েদাদ। অ্যান্ডার বারেনিতিয়া গোল ব্যবধান কমালেও খুব একটা কাজে আসেনি। উল্টো ম্যাচের ৮৯তম মিনিটে মেসি নিজের জোড়া গোল পূর্ণ করলে ৬-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সালোনা।

বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রিয়াল সোসিয়েদাদের জালে বার্সার গোল উৎসব

পোস্ট হয়েছে : ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক : রিয়াল সোসিয়েদাদের জালে গোল উৎসব করেছে বার্সেলোনা। গুনে গুনে অর্ধ ডজন গোল দিয়েছে বার্সা। দুটি করে গোল করেছেন মেসি। এছাড়া সার্জিনো ডেস্ট দুটি এবং একটি করে গোল করেছেন আঁতোয়ান গ্রিজমান ও ওসমান দেম্বেলে।

রোববার রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠ অ্যানোয়েটায় পুরোপুরি আধিপত্য বিস্তার করেই খেলেছে বার্সেলোনা। লিগে বাজে শুরুর পর ছন্দে ফেরা বার্সেলোনা এই নিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত রইলো। গত ৫ ডিসেম্বরের পর আর হারেনি তারা। বড় জয়ের পর পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে কাতালান ক্লাবটি।

ম্যাচটিতে বড় ব্যবধানে জিতলেও, প্রথম গোলের জন্য ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সাকে। গোলের তালা ভাঙেন গ্রিজম্যানে। মেসির পাস ধরে সেটি সামনে বাড়ান আলবা। সেখানে দেম্বেলে গোলের চেষ্টা করলেও ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক। তবে ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি গ্রিজম্যান।

বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৩তম মিনিটে লা লিগায় নিজের প্রথম গোলের দেখা পান সার্জিনো ডেস্ট। মেসির পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন যুক্তরাষ্ট্রের তরুণ ডিফেন্ডার। এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরে আরও আগ্রাসী কাতালান ক্লাবটি। এবারও দৃশ্যপটে ডেস্ট। ম্যাচের ৫৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। বার্সা এগিয়ে যায় ৩-০ গোলে। ৫৬ তম মিনিটে ম্যাচে নিজের প্রথম গোলের দেখা পান মেসি। সার্জিও বুস্কেটসসের কাছ থেকে বল পেয়ে গোল করেন বার্সার আর্জেন্টাইন সুপারস্টার।

৭১ মিনিটে দেম্বেলের গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৬ মিনিট পর একটি গোল শোধ দেয় সোসিয়েদাদ। অ্যান্ডার বারেনিতিয়া গোল ব্যবধান কমালেও খুব একটা কাজে আসেনি। উল্টো ম্যাচের ৮৯তম মিনিটে মেসি নিজের জোড়া গোল পূর্ণ করলে ৬-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সালোনা।

বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: