ঢাকা , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার ২০ মিনিট অন্ধকারে পার করলেন বিনিয়োগকারীরা

  • পোস্ট হয়েছে : ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • 53

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের ভোগান্তি পিছু ছাড়ছে না। সোমবার (২২ মার্চ) লেনদেনের শুরুতেই ডিএসইর ওয়েবসাইটে সমস্যা দেখা দিয়েছে। এতে বাজারের প্রকৃত চিত্র দেখতে সমস্যায় পড়তে হয়েছে বিনিয়োগকারীদের। ফলে তারা এক প্রকার অন্ধকারের মধ্যে ছিলেন।

এর আগে গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বিনিয়োগকারীদের ৪৬ মিনিট অন্ধকারে রেখেছিল ডিএসই। ওই দিন লেনদেন শুরুর ১ ঘণ্টা ১৪ মিনিটের মাথায় ডিএসইর ওয়েবসাইটে আপডেট তথ্য দেয়া বন্ধ করে দেয়া হয়। ৪৬ মিনিট পর ১২টা থেকে আবার আপডেট তথ্য দেয়া শুরু করে ডিএসই।

আরো পড়ুন :

অন্ধকারে ৪৬ মিনিট পার করলেন ডিএসইর বিনিয়োগকারীরা

বিনিয়োগকারীদের ৪৬ মিনিট অন্ধকারে রাখলেও সেদিন এ বিষয়ে কোন বিবৃতি দেয়নি ডিএসই কর্তৃপক্ষ। এমনকি এ ধরনের ঘটনার জন্য বিনিয়োগকারীদের কাছে দুঃখ প্রকাশও করা হয়নি। আবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ নেয়নি।

এ ঘটনায় এক কার্যদিবস পর সোমবার আবার ডিএসই ওয়েবসাইটে সমস্যা দেখা দিল। তবে লেনদেনের মাঝে নয়, একেবারে শুরুতেই সমস্যার শুরু। অবশ্য লেনদেন সময় ২০ মিনিট পার হওয়ার পর সমস্যার সমাধান হয়েছে। তবে লেনদেনের প্রথম ২০ মিনিট বিনিয়োগকারীদের অন্ধকারেই থাকতে হয়েছে।

এ সময় ডিএসই ওয়েবসাইটে মূল্য সূচক বাড়ার চিত্র দেখানো হলেও কি পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে বা কমেছে তার তথ্য দেখানো হয়নি। সেই সঙ্গে দেখানো হয়নি লেনদেনের পরিমাণও।

এই ২০ মিনিটের মধ্যে ডিএসইর ওয়েবসাইট রিফ্রেশ দেয়া হলে কখনো ১০টার, কখনো ৯টা ৪৬ মিনিট, আবার কখনো ৯টা ৫৫ মিনিটের তথ্য দেখানো হয়েছে।

এ বিষয়ে সকাল ১০টা ১৫ মিনিটে যোগাযোগ করা হলে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মাহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, ওয়েবসাইটে সমস্যা হয়েছে এটা দেখতে পারছি। তবে কী সমস্যা হয়েছে, সেটা সংশ্লিষ্ট বিভাগ থেকে জেনে জানাতে হবে। এরপর ১০টা ৩০ মিনিটে আবার যোগাযোগ করা হলে তিনি বলেন, ওয়েবসাইট ঠিক হয়ে গেছে। তবে কী সমস্যা হয়েছিল সে বিষয়ে তিনি কোন তথ্য জানাননি।

অবশ্য গত বৃহস্পতিবারের সমস্যার বিষয়ে শফিকুর রহমান জানিয়েছিলেন, একটা সুইজে সমস্যা হওয়ায় ওয়েবসাইটের লাইভ আপডেট বন্ধ হয়ে যায়। তবে লেনদেন চলমান রয়েছে। লেনদেনের ক্ষেত্রে কোন সমস্যা হচ্ছে না।

বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এবার ২০ মিনিট অন্ধকারে পার করলেন বিনিয়োগকারীরা

পোস্ট হয়েছে : ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের ভোগান্তি পিছু ছাড়ছে না। সোমবার (২২ মার্চ) লেনদেনের শুরুতেই ডিএসইর ওয়েবসাইটে সমস্যা দেখা দিয়েছে। এতে বাজারের প্রকৃত চিত্র দেখতে সমস্যায় পড়তে হয়েছে বিনিয়োগকারীদের। ফলে তারা এক প্রকার অন্ধকারের মধ্যে ছিলেন।

এর আগে গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বিনিয়োগকারীদের ৪৬ মিনিট অন্ধকারে রেখেছিল ডিএসই। ওই দিন লেনদেন শুরুর ১ ঘণ্টা ১৪ মিনিটের মাথায় ডিএসইর ওয়েবসাইটে আপডেট তথ্য দেয়া বন্ধ করে দেয়া হয়। ৪৬ মিনিট পর ১২টা থেকে আবার আপডেট তথ্য দেয়া শুরু করে ডিএসই।

আরো পড়ুন :

অন্ধকারে ৪৬ মিনিট পার করলেন ডিএসইর বিনিয়োগকারীরা

বিনিয়োগকারীদের ৪৬ মিনিট অন্ধকারে রাখলেও সেদিন এ বিষয়ে কোন বিবৃতি দেয়নি ডিএসই কর্তৃপক্ষ। এমনকি এ ধরনের ঘটনার জন্য বিনিয়োগকারীদের কাছে দুঃখ প্রকাশও করা হয়নি। আবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ নেয়নি।

এ ঘটনায় এক কার্যদিবস পর সোমবার আবার ডিএসই ওয়েবসাইটে সমস্যা দেখা দিল। তবে লেনদেনের মাঝে নয়, একেবারে শুরুতেই সমস্যার শুরু। অবশ্য লেনদেন সময় ২০ মিনিট পার হওয়ার পর সমস্যার সমাধান হয়েছে। তবে লেনদেনের প্রথম ২০ মিনিট বিনিয়োগকারীদের অন্ধকারেই থাকতে হয়েছে।

এ সময় ডিএসই ওয়েবসাইটে মূল্য সূচক বাড়ার চিত্র দেখানো হলেও কি পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে বা কমেছে তার তথ্য দেখানো হয়নি। সেই সঙ্গে দেখানো হয়নি লেনদেনের পরিমাণও।

এই ২০ মিনিটের মধ্যে ডিএসইর ওয়েবসাইট রিফ্রেশ দেয়া হলে কখনো ১০টার, কখনো ৯টা ৪৬ মিনিট, আবার কখনো ৯টা ৫৫ মিনিটের তথ্য দেখানো হয়েছে।

এ বিষয়ে সকাল ১০টা ১৫ মিনিটে যোগাযোগ করা হলে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মাহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, ওয়েবসাইটে সমস্যা হয়েছে এটা দেখতে পারছি। তবে কী সমস্যা হয়েছে, সেটা সংশ্লিষ্ট বিভাগ থেকে জেনে জানাতে হবে। এরপর ১০টা ৩০ মিনিটে আবার যোগাযোগ করা হলে তিনি বলেন, ওয়েবসাইট ঠিক হয়ে গেছে। তবে কী সমস্যা হয়েছিল সে বিষয়ে তিনি কোন তথ্য জানাননি।

অবশ্য গত বৃহস্পতিবারের সমস্যার বিষয়ে শফিকুর রহমান জানিয়েছিলেন, একটা সুইজে সমস্যা হওয়ায় ওয়েবসাইটের লাইভ আপডেট বন্ধ হয়ে যায়। তবে লেনদেন চলমান রয়েছে। লেনদেনের ক্ষেত্রে কোন সমস্যা হচ্ছে না।

বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: